

0701
|
১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই তে জন্মগ্রহণ করেন ফাং তা থুং। তার বাবা একজন মার্কিন চীনা। ৩ বছর বয়স থেকে সংগীত শিখতে শুরু করেন ফাং তা থুং। গিটার ও পিয়ানোসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি।
হাওয়াই ছাড়া, ফাং তা থুং চীনের সাংহাই, কুয়াং চৌসহ নানা শহরে বসবাস করেছেন। যখন তিনি ১৫ বছর বয়সি তখন বাবা মার সঙ্গে হংকংয়ে এসেছেন। তখন থেকেই তিনি হংকংয়ে বসবাস শুরু করেন। বিভিন্ন জায়গায় স্থানান্তরের কারণে ফাং তা থুং নিয়মিত স্কুলে যেতে পারেন নি। তার মা একজন শিক্ষাবিদ। তিনি ইংরেজি শিক্ষণ বই রচনা করেছেন। সেই সময় ফাং তা থুং মার বইয়ের লেখা অনুসরণ করে অনেক গান রচনা করেছেন। মূলত তখন থেকেই তিনি সংগীত রচনা শুরু করেন।
বন্ধুরা, প্রথমে আমরা উপভোগ করবো ফাং তা থুংয়ের একটি গান। গানের নাম 'লাল বিচি'। চীনে বিচি ভালবাসার প্রতীক তাই এ গানেও ভালবাসার কথাই উঠে এসেছে। এটি একটি নিখাদ প্রেমের গান।
গায়ক হিসেবে কাজ শুরু করার আগে ফাং তা থুং অনেক বিখ্যাত গায়কদের জন্য গান রচনা করেছেন। ২০০৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রথম ব্যাক্তিগত অ্যালবাম 'soulboy' প্রকাশ করেন। এখন আমরা শুনবো তার প্রথম ব্যাক্তিগত অ্যালবামের একটি গান। জীবন্ত এ গানটি শুনে মন ভাল হয়ে উঠবে আপনার। শুনুন তাহলে গানটি।
প্রিয় শ্রোতা, একজন গায়ক হিসেবে ফাং তা থুং-এর বিশেষ একটি গুণ হলো তার গান রচনা করার ক্ষমতা। চীনা সংগীত মহলে তার মতো নিজের সব গান নিজেই রচনা করতে পারেন এমন যুবক গায়ক আসলে বেশি নেই। হয়ত তিনি মুক্ত পরিবেশে বড় হওয়ার কারণে তার সংগীত রীতিও মুক্ত। এখন শুনবো 'ভালবাসা, ভালবাসা এবং ভালবাসা' নামে একটি গান।
স্যুয়ে খাই ছি ফাং তা থুংয়ের ভাল বন্ধু এবং একজন গায়িকা। দুজনের দ্বৈত কণ্ঠে গাওয়া 'নামাঙ্কিত স্মৃতি' নামের গানটি আমার ভাল লাগে। গানে বর্ণনা করা হয়েছে, বিদায় নেওয়ার পর দুজন প্রেমিক প্রেমিকার পরস্পরের কথা মনে পড়ে।
প্রিয় বন্ধুরা, ২০০৮ সালে ফাং তা থুং 'Orange Moon' নামে একটি অ্যালবাম উপহার দেন শ্রোতাদের। এ অ্যালবামের 'তিন জনের ভ্রমণ' শিরোনামের গানটি তার বিখ্যাত একটি গান। এ গানে, এক ছেলে তার প্রিয় মেয়েটির জন্য অপেক্ষা করে থাকে। তবে সে মেয়ে অন্য একজনকে ভালবাসে। গানের একটি কথা এমন 'যদিও তোমার মনে অন্য মানুষ আছে তবুও তোমার জন্য অপেক্ষা করছি আমি। '
যুক্তরাষ্ট্রে বড় হওয়া ফাং তা থুং ভাল ইংরেজি বলতে পারেন। তার অ্যালবামে রয়েছে ইংরেজি গানও। এখন শুনুন তার কণ্ঠে গাওয়া 'nothing's gonna change my love for you'।
আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই 'বিশেষ মানুষ' নামে একটি গান। এ গানের একটি কথা আমি খুবই পছন্দ করি, 'আমরা পরস্পের কাছে বিশেষ মানুষ'।
শ্রোতা, এ বিশ্বে আমরা এক একজন অন্য মানুষ এবং আমরা পরস্পরের জন্য বিশেষ মানুষ হয় উঠতে পারি। মনে রাখুন এ কথাটি আর নিজেকে ভালবাসুন এবং অন্যকে ভালবাসুন।
(শিশির/মান্না)




