Web bengali.cri.cn   
চীন-ইউরোপ সহযোগিতা গোটা বিশ্বের জন্যই কল্যাণকর: ব্রাসেলস্‌-এ লি খ্য ছিয়াং
  2015-06-30 20:03:05  cri

জুন ৩০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেছেন, চীন ও ইউরোপের পারস্পরিক সহযোগিতা শুধু দু'পক্ষের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে তা নয়, এ সহযোগিতা গোটা বিশ্বের জন্যই কল্যাণকর। তিনি গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস্‌-এ 'চীন-ইউরোপ শিল্প ও বাণিজ্য সম্মেলনে' এ কথা বলেন। এসময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ ইয়ুঙ্কা উপস্থিত ছিলেন।

লি খ্য ছিয়াং বলেন, উন্নত দেশগুলোর মধ্যে বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে ইইউ আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে চীন হচ্ছে বৃহত্তম উন্নয়নশীল দেশ।

তিনি আরও বলেন, পিপল-টু-পিপল বিনিময় হচ্ছে চীন-ইউরোপ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ উপাদান। দু'পক্ষের উচিত এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রেখে যাওয়া।

এসময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চীনকে ইইউ'র সবচে' গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে আখ্যায়িত করে বলেন, দু'পক্ষের উচিত পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গভীরতর করা। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040