Web bengali.cri.cn   
১৭তম চীন-ইইউ নেতৃপর্যায়ের সম্মেলনে অংশ নিতে ব্রাসেলসে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2015-06-29 19:14:11  cri

জুন ২৯: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ১৭তম চীন-ইইউ নেতৃপর্যায়ের সম্মেলনে অংশ নিতে গতকাল (রোববার) বিকেলে বিশেষ বিমান যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছান।

ইইউ ও বেলজিয়াম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে চীনা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

লি খ্য ছিয়াং বলেন, ৪০ বছরের উন্নয়নের মধ্য দিয়ে চীন-ইইউ সম্পর্কের কৌশলগত ও পারস্পরিক সুবিধা দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে। চীন সবসময় দৃঢ়ভাবে ইউরোপের একীকরণ প্রক্রিয়াকে সমর্থন করার সঙ্গে সঙ্গে পারস্পরিক কল্যাণ ও উভয়ের কল্যাণকর চীন-ইইউ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করার চেষ্টা চালাবে। তিনি ইইউ'র নতুন নেতৃবৃন্দের সঙ্গে চীন-ইইউ সম্পর্ক ও বাস্তব সহযোগিতা গভীরতর করা নিয়ে গভীরভাবে আলোচনা করার প্রত্যাশায় রয়েছেন বলে উল্লেখ করেন।

এছাড়া লি খ্য ছিয়াং ১৭তম চীন-ইইউ নেতৃপর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করা, সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করা, চীন-ইইউ দশম শিল্প ও বাণিজ্য শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া ও ভাষণ দেয়া, চীন-ইইউ নগরায়ন অংশীদারিত্বের সম্পর্ক ফোরামে ভাষণ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার মার্টিন শুলজের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলর সঙ্গেও সাক্ষাত করবেন। (প্রেমা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040