Web bengali.cri.cn   
সুরের ধারায় ০৬/২৯-'ঘাসফুলের বাগদান'
  2015-06-29 18:44:01  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।

চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জানি, যতক্ষণ 'সুরের ধারা' অনুষ্ঠানে আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সাথেই থাকবেন। আপনাদের এই ভালোবাসাই তো আমার সফলতা।

বন্ধুরা, দেখতে দেখতে এক বছরের লেখাপড়া শেষ হয়ে যায়। অনেক ছাত্রছাত্রী স্কুল বা বিদ্যালয় থেকে স্নাতক হয়ে বের হন। তারা কেউ কেউ উচ্চপর্যায়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেউ আবার চাকরি করবেন অথবা নতুন কিছু করবেন বলে চিন্তাভাবনা করেন। আজকের অনুষ্ঠানে আমি বিশেষভাবে এই 'স্নাতক পর্ব'কে উপলক্ষ করে কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাতে চাই। হয়তো এ গানগুলো শুনে আপনাদের স্কুল জীবনের স্মৃতি আবার মনে পড়বে। মনের মনিকোঠায় দোলা দেবে কত প্রিয় মুখ; কত প্রিয় স্মৃতি।

বন্ধুরা, প্রথমে শুনবেন চীনের সঙ্গীত জগতের রানীর মত একজন কন্ঠশিল্পীর গাওয়া একটি গান। এই কন্ঠশিল্পীর নাম ওয়াং ফেই। গানটির নাম 'Rush বছর'। হ্যাঁ, স্কুলের জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমরা যেন গতকাল স্কুল জীবনের সঙ্গে হ্যালো বলেছি। তবে আজকে আবার বিদায় দিতে হচ্ছে। আহা! আমার মধুময় স্কুল জীবন শেষ। হ্যাঁ, আমরা এমনই একটি গান শুনবো, এমনই অনুভূতি উপভোগ করবো।

প্রিয় শ্রোতা, এখন শুনুন 'সে বছরগুলো' নামে একটি গান। গেয়েছেন চীনের কন্ঠশিল্পী হু সিয়া। হ্যাঁ, স্কুলের সে বছরগুলোতে আপনি কি কোনো মজার বা পাগলামীর কাজ করেছেন? আপনি কি কোনো প্রিয় মেয়েকে প্রেমের চিঠি লিখেছেন? আপনি কি স্কুলের সেই বিকালে প্রিয় মেয়েটিকে একটি সুন্দর ফুল দেওয়ার জন্য ক্লাস থেকে পালিয়ে গেছেন? এখন শুনুন অত্যন্ত মিষ্টি এ গানটি।

প্রিয় শ্রোতা, জানি না আপনাদের স্কুল থেকে স্নাতক শেষ করে বের হয়ে যাওয়ার সময় কোনো স্মরণীকা প্রকাশিত হয় কিনা। স্মরণীকায় কত সুন্দর সুন্দর লেখা প্রকাশিত হয়। স্কুল জীবনের স্মরণীয় স্মৃতিগুলো ছাপা হয়! এমন সব লেখায় ভরা আমার কাছে বেশ কিছু স্মরণীকা আছে। তাতে স্মরণ করা হয়েছে আমার স্কুলের সুন্দর জীবন, সহপাঠীদের সঙ্গে আমাদের সুন্দর ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের কথা। আমি বারবার এই লেখাগুলো পড়ি আর স্মৃতিকাতর হয়ে পরি। এটি আমার জন্য চমতকার এবং মনমুগ্ধকর ব্যাপার। আচ্ছা, আমরা এখন শুনুবো 'স্মরণীকা' নামে একটি গান। গানটি গেয়েছেন চীনের কন্ঠশিল্পী ছাও ফাং।

প্রিয় শ্রোতা, এখন শুনুন 'cheers' নামে একটি গান। আনন্দ উপভোগ করার জন্য আমরা cheers করি। cheers স্নাতক পাশের জন্য, cheers ভালো বন্ধু পাওয়ার জন্য, cheers আমাদের সবার সুন্দর ভবিষ্যতের জন্য। গানটি গেয়েছে চীনের তাইওয়ানের রক ব্যান্ড মে ডে।

প্রিয় বন্ধুরা, আপনারা কি সূর্যমুখী ফুল পছন্দ করেন? সূর্যমুখী ফুল খুব সুন্দর এক রকমের ফুল। সূর্যের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে উজ্জ্বল হলুদ আর সবুজ রঙে মেশানো চমতকার এই ফুলটি। এই ফুল অনেকের মনে আশার আলো, সৌন্দর্যের প্রতীক। তাই এখন আপনাদের শোনাবো 'সূর্যমুখী ফুল ফোটে গ্রীষ্মকালে' নামের একটি গান। আশা করছি গানটি শুনলে আপনাদের মনও সূর্যমুখী ফুলের মত উজ্জ্বল হয়ে উঠবে।

শ্রোতা, এখন শুনুন 'ঘাসফুলের বাগদান' নামের একটি চমতকার রোমান্টিক গান। হ্যাঁ, ছোট্ট ঘাসফুল, তুমি আমার ভালোবাসা আমার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিও। মেঘের রঙে উড়ে যেও তুমি তার কাছে। ও প্রিয়বন্ধু আমার, তুমি আমার ভালোবাসা বুঝতে পারো কি? বন্ধুরা, এখন তাহলে শুনুন মধুর এ গানটি।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষে শুনুন 'তুমি আমার সহপাঠী' শিরোনামে একটি সুন্দর গান। হ্যাঁ, জীবনের সবচেয়ে মধুর সময় স্কুল জীবন। আর স্কুলে প্রথম পরিচয়ে যে বন্ধুত্ব হয় সে সম্পর্ক সবচেয়ে আন্তরিক এবং সরল। এ গানটতে ঠিক এমন অনুভূতিই বর্ণনা করা হয়েছে, তাহলে শুনুন এ গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040