Web bengali.cri.cn   
চীন রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে অন্তঃর্মঙ্গলিয়া 'তৃণভূমি রেশমপথ' উন্নয়ন করা-২৫ এপ্রিল
  2015-06-26 19:27:50  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

অন্তঃর্মঙ্গোলিয়ায় পেইওয়েই রাজবংশ (খ্রিস্টাব্দ ৩৬৮-৫৫৭ সাল) সমাধি তখন চীনের সংখ্যালঘু জাতি সিয়ানপেই জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। সমাধিতে কোন কোন উত্তরাধিকারের বিদেশী বৈশিষ্ট্য রয়েছে। এতে প্রতিফলিত হয় যে, সমাধির পরিবার তৃণভূমি রেশমপথের মাধ্যমে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া ও ইউরোপের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রয়েছে বা সেগুলো জায়গা থেকে এসেছেন। অন্তঃর্মঙ্গলিয়ার প্রাচীন পুরাকীর্তি পুরাতত্ত্ব গবেষণালয়ের পরিচালক ছেন ইয়ংচি এ কথা বলেন। আজকের অনুষ্ঠানে শুরু তে আমি আপনাদেরকে অন্তঃর্মঙ্গলিয়া 'তৃণভূমি রেশমপথ' নামের একটি প্রতিবেদন বলে শোনাবো।

অন্তঃর্মঙ্গলিয়া প্রাচীন সংস্কৃতি ও ইতিহাসের মহলে একজন বিশেষজ্ঞ হিসেবে অন্তঃর্মঙ্গলিয়ার সংস্কৃতি ব্যুরোর উত্তরাধিকার বিভাগের পরিচালক ওয়াং দাফাং বলেন, তৃণভূমি রেশমপথ হল অন্তঃর্মঙ্গলিয়া মালভূমি এশিয়া ও ইউরোপের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ করিডোর এবং রেশমপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। তা অন্তঃর্মঙ্গলিয়ার ইন পাহাড় থেকে উত্তর-পশ্চিম দিকে গিয়ে মধ্য ও পশ্চিম এশিয়ার মধ্য দিয়ে ভূমধ্য উত্তর তীরে পর্যন্ত।

অন্তঃর্মঙ্গলিয়ায় এখনো তৃণভূমি রেশমপথ সম্পর্কিত ধ্বংসাবশেষ রয়েছে। মঙ্গলিয়া ও মধ্য এশিয়ার পাঁচটি দেশে তৃণভূমি রেশমপথ সম্পর্কিত ধ্বংসাবশেষ রয়েছে। ইতিহাসের গবেষণার মাধ্যমে ১৩তম শতাব্দীতে এশিয়া ও ইউরোপ এক শ বছরের মঙ্গলিয়া শান্তি ছিল। চেঙ্গিসখানের সন্তান তৃণভূমিতে এশিয়া থেকে ইউরোপে যাওয়ার একটি করিডোর নির্মাণ করেন।

২০১৪ সালের নভেম্বর মাসে চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া অন্তঃর্মঙ্গলিয়ার রাজধানী হহটে চীন-রাশিয়া-মঙ্গোলিয়া পর্যটন ফেডারেশন সম্মেলন আয়োজন করে। সম্মেলনে তিন দেশ চীনের রেশমপথ অর্থনৈতিক অঞ্চল, রাশিয়ার অন্তঃএশিয়া ও ইউরোপ রেলওয়েই ও মঙ্গোলিয়ার তৃণভূমি পথ ধরণা নিয়ে আলোচনা করে। সম্মেলনে তিন দেশের তৃণভূমি রেশমপথ পুরাতত্ত্ব ও পর্যটন লাইন প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়।

চীন রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহতভাবে উন্নত হওয়ার পরিস্থিতিতে অন্তঃর্মঙ্গলিয়ার মানচৌলি শহর তৃণভূমি রেশমপথে একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। শহরটি পরিবহন যাদুঘর, মধ্য-প্রাচ্য রেলওয়েই যাদুঘর নির্মিত হয়। যাদুঘরে চীন-রাশিয়া মৈত্রী সম্পর্কিত উত্তরাধিকার পরিদর্শিত হয।

পাশাপাশি হহট শহরে তৃণভূমি রেশমপথ সম্পর্কিত সংস্কৃতি পার্ক নির্মিত হবে। পার্কে ভাস্কর্য, স্থাপত্য ও দেয়ালে ছবি দিয়ে ইতিহাসে বিভিন্ন সময়ে তৃণভূমি রেশমপথের সংযুক্ত শহর হিসেবে হহট শহরের ভূমিকা পরিদর্শিত হবে।

ওয়াং দাফাং বলেন, তৃণভূমি রেশমপথের একটি অংশ হিসেবে এরলিয়ানহোট ইলিন স্টেশন ও রেশমপথ যাদুঘর নির্মাণ করে। এতে চীন-মঙ্গোলিয়া আন্তর্জাতিক বাণিজ্যিক পথের ইতিহাস পরিদর্শিত হয়।

তিনি আরো বলেন, অন্তঃর্মঙ্গলিয়া পুরার্কীতি সুরক্ষার নতুন ব্যবস্থা নেয়। চীন, রাশিয়া, মঙ্গোলিয়ার '১০হাজার লি (এক লি হল অর্ধেক কিলোমিটার) চা পথ' নামের যৌথ পুরাতত্ত্ব শুরু হবে। চীন অব্যাহতভাবে এ দই দেশের সঙ্গে তৃণভূমি রেশমপথ সম্পর্কিত পর্যটন পরিকল্পনা উন্নয়ন করতে থাকবে।

গান

বন্ধুরা, শুনছিলেন চীন রাশিয়া ও মঙ্গোলিয়ার সঙ্গে অন্তঃর্মঙ্গলিয়া 'তৃণভূমি রেশমপথ' উন্নয়ন করার ওপর একটি প্রতিবেদন। এবার আপনাদের চিঠিপত্র নিয়ে বসবার পালা।

আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের নাটোর জেলার বনলতা বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ আরিফুল ইসলাম। তিনি তার চিঠিতে লিখেছেন, প্রিয় মিষ্টি আপু মুক্তা, তোমাকে জানাই আগাম ১৪২২ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও আমার হৃদয় নিংড়ানো ভালবাসা। সি আর আই, মন যদি আকাশ হতো? তুমি হতে চাঁদ? ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হতো? তুমি হতে হাসি? হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি। প্রিয় আপু, আমি সি আর আইএর একজন নিয়মিত শ্রোতা। আমি CRI শুনতে অনেক ভালবাসি। গত ০৪,০৪,১৫ তারিখ প্রচারিত সুরের ধারা অনুষ্ঠানে বাংলাদেশের কন্ঠশিল্পী আসিফ ও জেমসের বেশকিছু গান আমার ভাল লেগেছে। আপু, আমি সুরের ধারায় অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের গান শুনতে চাই।

বন্ধু মোঃ আরিফুল ইসলাম, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার গানের অনুরোধ সুরের ধারায় অনুষ্ঠানে রাখার চেষ্টা করবো। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদের কাছে তাদের পছন্দের গান শোনানোর অনুরোধ জানিয়ে চিঠি লিখবেন। আপনাকে আবারো ধন্যবাদ।

বাংলাদেশের বগুড়া জেলার মোঃ সাইফুল ইসলাম তার ইমেলে লিখেছেন, Avgvi AvšÍwiK cÖxwZ Avi ï‡f"Qv MÖnY Ki‡eb| Avkv Kwi আপনারা সিআরআই cwiev‡ii mevB AZ¨šÍ fv‡jv Av‡Qb| MZ 4Vv GwcÖj Avgv‡`i e¸ov mn K‡qKwU †Rলার ওci w`‡q e‡q hvq GK kw³kvjx NywY©So| GB NywY©S‡o Avgvimn Avgv‡`i e¸ovi kZKiv 90 Rb gvby‡li e¨vcK ÿq-ÿwZ nq| Avgvi Rxe‡b Avwg G ai‡bi fqven NywY©So Avi †`wLwb| Avgv‡`i Rb¨ †`vqv Ki‡eb, †hb Avgiv AwZ `ªæZ GB `~‡hv©M KvwU‡q DV‡Z cvwi| Avcbviv mevB fv‡jv Ges wbivc‡` _vK‡eb|

বন্ধু মোঃ সাইফুল ইসলাম, আপনাদের ক্ষয়ক্ষতির কথা শুরনে খুবই খারাপ লাগলো। সমবেদনা জানানো ছাড়া আমরা আর কী করতে পারি? আপনারা দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করি। আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই তুলনাবিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতারের প্রতিটি পরিবেশনা। তাই আমি এবং আমাদের শ্রোতা সংঘের সকলেই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান মনোযোগ সহকারে নিয়মিত শুনে থাকি। প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক ও উন্নতমানের। আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও তরতাজা বিশ্ব সংবাদ এবং চীন ও দক্ষিণ এশিয়া ও চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন আর আকর্ষণীয় সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান-এক কথায় অনবদ্য। আমরা দারুণ উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেই সাথে আছে চীন আন্তর্জাতিক বেতারের দারুণ জমজমাট ছবিসহ তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ ওয়েবপেইজ। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সবমিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান সকলের অত্যন্ত প্রিয়। আপনাদের দুই বেলার মনোগ্রাহী অনুষ্ঠান আর ওয়েবপেইজ আমাদের হৃদয় ও মনে নিয়ে আসে নতুন আমেজ। আমরা সবসময়ই চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান ও ওয়েবপেইজ উপহার দেবার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিবাদন। অনেক অনেক ভাল থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। চায় চিয়েন।

বন্ধু হাফিজুর রহমান, আপনাকে নিয়মিত আমাদের চিঠি লেখা এবং আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান শ্রোতাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আপনাদের প্রশংসা আমাদের চলার পথের পাথেয়। ধন্যবাদ।

বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ সোহাগ বেপারী তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু ডাকাতিয়া তীরে ফুটে থাকা শিমুল ফুলের শুভেচ্ছা নিবেন। আমি ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমার সাহিত্যের বাগান স্বপ্ন ছিঁড়ে ছিঁড়ে দেখছি ফুলহীন, পাঁপড়িহীন, মরা ডালপালা। বুকটা জুড়ে জমাট বাঁধা ভাঁটায় পড়া নদীর মত বালুচর উত্তপ্ত বালু রাশির বুকে আমি এক পিপাসু পথিক দুচোখে জল নামের মরিচিকা দেখি.....

আমি কচ্ছপের মত সংকুচিত হয়ে যাচ্ছি

শ্লথ হয়ে যাচ্ছে আমার রক্তের গতিবেগ

আমি মৃত নই, তবুও মৃত হয়ে যাচ্ছি....

আমি ভুলে যাচ্ছি আমার নিজের পরিচয়

আমি হারিয়ে ফেলছি আমার নিজের রাজত্ব

ডানা ঝাঁপটানো পাখির মত

শুধু ডানা ঝাঁপটিয়েই উড়ে যাচ্ছি

বৈশাখী ঝড়ো বাতাসে......

আজ আমি আমিত্বহীন হয়ে গেছি

নদীর স্রোতে পড়া নারকেলের মত। তবুও বন্ধু তোমায় ভালবাসি ঠিক আগের মত। আজও সেই পাঠশালার মত নদীর ধারে আঁকাবাঁকা মেঠো পথে যেমনটি ভালবেসেছিলাম তোমাকে। একটুও বদলাইনি বন্ধু। আজও মনের মন্দিরে খুব যতন করে রেখেছি তোমার স্মৃতি কোনোদিন মুছে যাবে না। লক্ষ শ্রোতার হৃদয়ে তোমার স্থান আজও তোমায় ভালবাসি প্রিয় চীন আন্তর্জাতিক বেতার।

বন্ধু সোহাগ বেপারী, আপনি অনেক সুন্দর করে চিঠি লিখে থাকেন। একদম কবিতার মতো! আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর চিঠি আমরা নিয়মিত পাবো।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ তার ইমেলে লিখেছেন, প্রিয় মুক্তা আপু, রজনীগন্ধার সুগন্ধী শুভেচ্ছা নেবেন। মুক্তা আপু আমি চীন আন্তর্জাতিক বেতার সিআরআই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। যেমনি নিয়মিত অনুষ্ঠান শুনে থাকি, তেমনি নিয়মিত আপনাদের ওয়েবসাইট ভিজিট করি। এতে করে যেমনি পাই বিনোদন, তেমনি অজানা তথ্যের সাথে পরিচিত হতে পারি। তাই সুন্দর অনুষ্ঠান প্রচার এবং ওয়েবসাইটে তুলে ধরার জন্য সিআরআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই । মুক্তা আপু আজ আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই। প্রশ্নটি হলঃ বাংলাদেশের মত চীনে বাল্যবিবাহের প্রচলন রয়েছে কী? আশা করি প্রশ্নের উত্তরসহ আমার মেইলের যথাযথ জবাব দেবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।

বন্ধু মোঃ মানিক উল্লাহ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। আমি এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। বাংলাদেশের মত চীনে বাল্যবিবাহের প্রচলন নেই। চীনা মেয়ে ও ছেলের ন্যুনতম বিয়ের বয়স যথাক্রমে ২০ ও ২২। এর আগে বিয়ে করা চীনে আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040