Web bengali.cri.cn   
পৌরাণিক কাহিনী শিরোনামের চলচ্চিত্রের গানগুলো
  2015-06-25 11:18:17  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা প্রস্তুত তো? তাহলে চলুন শোনা যাক আজকের গানগুলো।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনবেন, তার নাম 'তারকা ও চাঁদের পৌরাণিক কাহিনী'। এটি চীনের তাইওয়ানের 'পৌরাণিক কাহিনী' নামের সিরিয়ালের একটি গান।

বন্ধুরা, 'পৌরাণিক কাহিনী'তে চীনের হংকংয়ের বিখ্যাত অভিনেতা জ্যাকি চেন ও দক্ষিণ কোরিয়ার বিখ্যাত অভিনেত্রী কিম হি সিওন (Kim Hee Seon) অভিনয় করেছেন।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম সুন্দর 'পৌরাণিক কাহিনী'।

শ্রোতা, 'পৌরাণিক কাহিনী' নামের সিনেমায় চীনের ছিন রাজবংশের মেং ই নামের একজন সাহসী সেনাপতি এবং সম্রাটের উপ-পত্নি ইয়ু সু'র ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে।

মেং ই ছিন রাজবংশের একজন খুবই সাহসী সেনাপতি। তিনি শুধু সাহসীই নয়, ভয়ঙ্করও বটে। সময় সম্রাট ছিন শি ওয়াং'এর নির্দেশে তিনি অন্য দেশের ইয়ু সু নামের এক রাজকুমারীকে সম্রাটের উপ-পত্নি হিসেবে স্কট করে নিয়ে আসেন।

প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটির শিরোনাম 'সীমাহীন ভালোবাসা'।

রাজপ্রসাদে পৌঁছানোর আগেই পথে বিভিন্ন আলাপ-চারিতায় মেং ই ও ইয়ু সু পরস্পরকে পছন্দ করে ফেলেন। তাদের হৃদয়ে ভালবাসার জন্ম হয়। কিন্তু পরে মেং ই সম্রাটের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এ কারণে ইয়ু সু'র সঙ্গে তিনি বিচ্ছিন্ন হয়ে যান।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'পৌরাণিক' শিরোনামে একটি গান।

এদিকে হয় কি, সম্রাট ছিন শি হুয়াং একটি রোগে আক্রান্ত হন। তিনি মারা যাচ্ছেন। তাকে বাঁচাতে হবে। তাকে বাঁচানোর জন্য মেং ই অমরত্বের ওষুধ আনতে লড়াই শুরু করেন। অবশেষে ওষুধ পাওয়া যায়। তবে মেং ই নিহত হন। এদিকে অমরত্বের ওষুধ খেয়ে রাজকুমারী ইয়ু সু অমরত্ব লাভ করেন। তাকে ছিন শি হুয়াং'এর কবরে কয়েদ করা হয়।

প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'অতিক্রম' ।

বন্ধুরা, সিনেমার দ্বিতীয় পর্বে দেখা যায়, হাজার হাজার বছর পর 'চ্যাক' নামে একজন প্রত্নতত্ত্ববিদ বারবার স্বপ্নে একজন সাদা কাপড় পরা মেয়েকে দেখতে পান। 'চ্যাক' –এর চরিত্রেও অভিনয় করেন জ্যাকি চেন।

চ্যাকের বন্ধু ওয়ালিয়ান তাকে স্বপ্নের রহস্য অনুসন্ধানে ভারতে যাওয়ার আমন্ত্রণ জানান। ভারতে একজন বিশিষ্ট সন্ন্যাসী চ্যাককে বলেন, চ্যাকের একটি বিগত ভাগ্য ছিলো।

সুপ্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'রংধনু মনে রাখতাম'।

সন্ন্যাসীর কথা অনুযায়ী স্বপ্নের সবকিছু খোঁজার জন্য যাত্রা শুরু করেন চ্যাক। তিনি চীনের পুরানো রাজধানীতে যান রহস্য খুঁজে বের করতে। হেলিকপ্টারে করে তিনি 'লি' পাহাড়ে যান এবং জলপ্রপাতে ঝাঁপ দেন। জলপ্রপাতের ভিতরে গিয়ে দেখতে পান স্বপ্নের মতো সব কিছু। কিন্তু এ সময় বেশ কয়েকজন খারাপ লোক তার পিছু নেয়। তারা ছিন শি হুয়াং'এর কবরের সম্পত্তির জন্য তার পিছু পিছু ছুটে আসছে। ....তারপর কি হলো জানতে আপনারা সিনেমাটি দেখবেন নিশ্চয়।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, এই গানের শিরোনাম 'ছয় শব্দের গান'। গানটি শুনুন, আপনাদের ভাল লাগবে।

প্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো ...।

বন্ধুরা, এবার তাহলে বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবী/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040