Web bengali.cri.cn   
অভিবাসীদের অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
  2015-06-24 17:50:43  cri
জুন ২৪: অভিবাসী, আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। তিনি গতকাল (মঙ্গলবার) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পরিষদের সংসদীয় সভায় এ আহ্বান জানান।

মহাসচিব বলেন, বিশ্বব্যাপী প্রায় ৬ কোটি মানুষ বাধ্য হয়ে স্থানান্তরিত হয়েছেন। এটি একটি রেকর্ড। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়াও হতে হবে রেকর্ডসৃষ্টিকারী।

এসময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে যারা সমুদ্রপথে নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছেন তাদের রক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আরও মানুষের অনাকাঙ্খিত মৃত্যু ঠেকাতে সবাইকে দায়িত্ব নিতে হবে। তিনি আশা করেন, ইউরোপীয় দেশগুলো অভিবাসীদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবে।

উল্লেখ্য, ইউরোপীয় পরিষদের সংসদীয় সভা ২২ জুন শুরু হয়। সভা চলবে ২৬ জুন পর্যন্ত। সভায় অভিবাসী সমস্যা ও ইন্টারনেট নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবার কথা। (প্রেমা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040