Web bengali.cri.cn   
মালিতে সরকার বিরোধী গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বান কি-মুন
  2015-06-21 18:43:39  cri
জুন ২১: পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলীয় সরকার বিরোধী আজাওয়াদ মুভমেন্ট বা সিএমএ'র সঙ্গে দেশটির সরকারের শান্তিচুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। রাজধানী বামাকোয় শান্তিচুক্তি স্বাক্ষরের পর গতকাল (শনিবার) মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান মহাসচিব।

মালির বিভিন্ন পক্ষ শান্তিচুক্তিতে স্বাক্ষর করায় চুক্তি বাস্তবায়ন ও শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে বলে আশা করেন বান কি-মুন।

তিনি জোর দিয়ে বলেছেন, মালির শান্তিচুক্তি কার্যকরে সমর্থন দেয় জাতিসংঘ। পাশাপাশি মালি সরকার ও আন্তর্জাতিক সমন্বয়কারী গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে জাতিসংঘ। এ ছাড়া বিভিন্ন পক্ষকে চুক্তি বাস্তবায়নে সমর্থন দেওয়া ও দেশটির স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উত্সাহ দিয়েছেন মহাসচিব।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040