Web bengali.cri.cn   
চীনের সিএসআর কর্পোরেশান লিমিটিড কোম্পানি
  2015-06-20 20:00:21  cri


সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

চীনের 'এক অঞ্চল, এক পথ' ধারণা প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়। বিশ্লেষকরা বলেন, এ প্রস্তাব বাস্তবায়িত হলৈ চীনে দ্রুতগতির ট্রেন 'এক অঞ্চল, এক পথ'-এর কৌশলগত যোগাযোগ মাধ্যমে পরিণত হবে। চীনের কোনো কোনো শিল্প-প্রতিষ্ঠান এ সুযোগ কাজে লাগিয়ে আরও উন্নত হতে চায়। নয়া প্রযুক্তির উদ্ভাবন ও সেবার মান উন্নয়ন করার পাশাপাশি চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলো ইদানিং সংস্কৃতির লালন এবং বিদেশি শিল্প-প্রতিষ্ঠান ক্রয়ের ওপর গুরুত্বারোপ করছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই এ সম্পর্কিত একটি আলোচনা শুনবেন।

চীনের দ্রুতগতির ট্রেন শিল্পের সাথে সংশ্লিষ্ট মূল প্রতিষ্ঠান 'সিএসআর কর্পোরেশন লিমিটিড'-এর একটি শাখা কোম্পানি 'চুজি'র একটি বিখ্যাত কারখানা আছে। গত বছরের জুলাই মাসে চীনা প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং কারখানাটি পরিদর্শন করেন। এখন কারখানাটিতে বেশ কয়েকটি ট্রেন তৈরির কাজ চলছে। চুজি কোম্পানির সংস্কৃতি বিভাগের পরিচালক হান জুন জানালেন, এসব ট্রেন বিদেশে রপ্তানি করা হবে।

তিনি বলেন,

(রে ১)

'আমরা বিভিন্ন জায়গার চাহিদা ও বৈশিষ্ট্য অনুযায়ী ট্রেন উত্পাদন করি। বর্তমানে দশটি দেশের কার্যাদেশ আমাদের হাতে রয়েছে। এসব দেশের মধ্যে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও ইথিওপিয়া। চলতি বছর আমরা ম্যাসিডোনিয়ার কাছ থেকেও কার্যাদেশ পেয়েছি।'

আন্তর্জাতিক বাজারে জার্মানির সিমেন্স, ফ্রান্সের আলস্টন, জাপানের কাওয়াসাকি এবং কানাডার বোমবার্ডিয়ার সাথে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে চীনের শিল্প-প্রতিষ্ঠানকে। এ প্রসঙ্গে হান জুন বলেন,

(রে ২)

'মালয়েশিয়া থেকে কার্যাদেশ পেতে আমাদের দশ বছর অপেক্ষা করতে হয়েছে। এ কার্যাদেশ মোট ৩৮০ কোটি ইউয়ানের। রেলখাতে বিদেশ থেকে পাওয়া বৃহত্তম কার্যাদেশ এটি'

এ পর্যন্ত চুজি কোম্পানি মালয়েশিয়া থেকে পাঁচটি কার্যাদেশ পেয়েছে। মালয়েশিয়ার জন্য ট্রেনের বগি নির্মাণের সময় উচ্চমান বজায় রাখার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় সংস্কৃতিকেও। এসব ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ থাকবে, থাকবে মুসলামানদের নামাজ পড়ার জায়গা।

এ পর্যন্ত সিএসআর কোর্পারেশন লিমিটিড ৮৪টি দেশ ও অঞ্চলে পণ্য রপ্তানি করেছে; তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও আর্জেটিনায় কারখানা নির্মাণ করেছে। এ কোম্পানিতে ৫ হাজারেরও বেশি বিদেশি কর্মী কাজ করছে। এ ছাড়া, সিএসআর কর্পোরেশন লিমিটিড দ্রুতগতির রেলওয়েসম্পর্কিত ৫৯টি আন্তর্জাতিক সূচক প্রণয়ন কাজেও অংশ নেয়।

সিএসআর কর্পোরেশান লিমিটিড মালয়েশিয়ায় আন্তঃনগর দ্রুতগতির রেলওয়ে মেরামত-কারখানা প্রতিষ্ঠা করেছে। এতে স্থানীয় কর্মীর সংখ্যা ৭০ শতাংশেরও বেশি। এ সম্পর্কে চুজি কোম্পানির কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক ফু ছেংজুন বলেন,

(রে ৩)

'আসলে আমরা সকল চীনা শিল্প-প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পণ্য ও সেবার মান উন্নত করার চেষ্টা করছি। আমাদের নীতি হলো, সদিচ্ছার মাধ্যমে প্রতিশ্রুতি পূরণ করা।'

সিএসআর কর্পোরেশান লিমিটেড বিদেশে বিভিন্ন কোম্পানি ক্রয় ও বিনিয়োগের মাধ্যমে তার কাজের পরিধি বাড়িয়েছে। কোম্পানিটি এ পর্যন্ত ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ৬টি শিল্প-প্রতিষ্ঠান ক্রয় করেছে। এ জন্য কোম্পানিটি ব্যয় করেছে ৪০০ কোটি ইউয়ান রেনমিনপি। 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবনা সম্পর্কে সিএসআর কর্পোরেশান লিমিটিডের চেয়ারম্যান চেং ছাংহং বলেন, এটি চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের নতুন সুযোগ এনে দেবে। তিনি আরও বলেন,

(রে ৪)

"'এক অঞ্চল, এক পথ'-এর গুরুত্বপূর্ণ বিষয় হল, অবকাঠামো নির্মাণ। আর বিভিন্ন দেশের সাথে সিএসআর কর্পোরেশান লিমিটিড সম্পর্ক অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এ সুযোগে আমরা চীনা দ্রুতগতির রেলওয়ে প্রযুক্তি রপ্তানি বাড়ানোর চেষ্টা করতে থাকবো।"

গান

বন্ধুরা, শুনছিলেন চীনের সিএসআর কর্পোরেশান লিমিটিড কোম্পানির ওপর একটি প্রতিবেদন। এবার আপনাদের চিঠিপত্র নিয়ে বসবার পালা।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040