n150704.m4a
|
মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভেচ্ছা। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের অনুষ্ঠান 'সুরের ধারায়' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আইরীন নিয়াজী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।
আকাশ : বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারা' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদের বাংলা ভাষায় রচিত এমন কিছু গান শোনাতে চাই যা কেবল একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের।
মান্না : বন্ধুরা, বর্ষকাল চলে এসেছে। বৃষ্টির নিমঝিম শব্দের সঙ্গে ভুনা খিঁচুরি খেতে খেতে হারানো দিনের গান শুনতে কে না পছন্দ করে। বর্ষা আমার প্রিয় ঋতু। বাংলাদেশের গ্রামবাংলার বর্ষার দৃশ্য সে কি মনোরম! বেইজিংয়েও এখন বৃষ্টির সময়। এমন মন মাতানো দিনে আকাশ ভাই চলুন, আমরা শ্রোতাদের কয়েকটি বৃষ্টির গান শুনাই।
আকাশ : আচ্ছা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোন মতামত বা প্রস্তাব থাকলে আমাদের জানাবেন। আমরা আশা করছি এ সঙ্গীত অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে। আর আপনাদের ভালো লাগা মানেই আমাদের সফলতা; আমাদের আনন্দ।
মান্না : প্রিয় ভাই-বোনেরা, ভারতিয় সঙ্গীতের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। আপনারা জানেন কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর হিন্দী ভাষাভাষি হলেও বেশ কিছু বাংলা গানও তিনি গেয়েছেন। তার কণ্ঠ মাধুর্যে গানগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। সময়ের চাহিদার কারণে আজো তাঁর কণ্ঠে গাওয়া এ গানগুলো সমান জনপ্রিয়। এখন লতা মঙ্গেশকরের 'আষাঢ শ্রাবণ মানে নাতো মন' (৫) গানটি শুনুন।
আকাশ : এবারে আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'আকাশ প্রদীপ জ্বলে' (১৬)। বন্ধুরা, লতা মঙ্গেশকরের ব্যাপক জনপ্রিয় গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম। শুনুন তাহলে গানটি।
মান্না : বন্ধুরা, বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের কথা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই। স্বনামেই তিন ব্যাপক পরিচিত। এখন আমরা তার কণ্ঠে পর পর দুটি গান শুনবো। প্রথমেই যে গানটি শুনবো তার প্রথম লাইন 'ঝরা পাতা ঝড়কে ডাকে' (১৩)।
আকাশ : বন্ধুরা, এবার আমরা সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের কণ্ঠে আরেকটি গান শুনবো। গানটির নাম 'হয়তো কিছুই নাহি পাবো' (০৪)।
আকাশ : বন্ধুরা, কেমন লাগছে আজকের 'সুরের ধারায়' আজকের গানগুলো? আশা করি ভাল। আসলে আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এ আয়োজন। আপনাদের ভালো লাগলেই আমাদের এ শ্রম সার্থক হবে।
বন্ধুরা, এখন আমরা শুনবো চিত্রা সিংয়ের কণ্ঠে পরপর দুটি গান শুনবো। প্রথমে শুনবো 'আকাশ মেঘে ঢাকা' গানটি। (০২) ।
মান্না : বন্ধুরা, এবার আমরা চিত্রা সিংয়ের 'দুটি মন আজ' গানটি শুনবো। (০১)
ম্যালোডিয়াস সঙ্গীতশিল্পী চিত্রা সিং। শুধু ভারত নয়; তিনি ব্যাপক জনপ্রিয় বাংলাদেশেও। বাংলা জনপ্রিয় গানগুলো ছাড়াও তিনি বেশ কিছু মনকাড়ার হিন্দি গান গেয়েছেন। তার কণ্ঠে হিন্দি গজলগুলো আজো জনপ্রিয়। বিখ্যাত গজলশিল্পী জগজিত সিং তার স্বামী। এক মাত্র সন্তানের অকাল প্রয়াণে নব্বুয়ের দশক থেকে গান গাওয়া ছেড়ে দেন এই শিল্পী।
আকাশ : এবার আমরা ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুরাধা পাদোয়ালের কণ্ঠে পর পর দু'টি গান শুনবো। প্রথমেই শুনবো 'মেঘের মুখের চাঁদের' শিরোনামের গানটি। (০৩) ।
মান্না : বন্ধুরা, এবার আমরা অনুরাধা পাদোয়ালের আরেকটি গান শুনবো। গানটির নাম 'কত পথ একলা' (১০)। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে আপনারা নিজের পছন্দের কোনো গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
আকাশ : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল : akashxienan@gmail.com। আমাদের ফোন নম্বর : ০০৮৬১০৬৮৮৯২৪২০।
বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)