Web bengali.cri.cn   
আকাশের সাথে-বাংলাদেশি শিক্ষার্থী আসিফের গল্প
  2015-07-04 17:55:25  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ।

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বাংলাদেশি শিক্ষার্থী আসিফের গল্প শোনাবো।

ট: হ্যাঁ, বন্ধুরা, মি.আসিফ পেইচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি বা বিএলসিইউতে পড়ালেখা করছেন।

ক: আসিফ ভাই, প্রথমেই সিআরআইয়ের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা।

প্রশ্নমালা:

১. আপনি কেন চীনা ভাষা শিখতে শুরু করেছিলেন? ছোট বেলায় চীন সম্পর্কে আপনার ধারণা কি ছিলো?

২. আমি জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট থেকে প্রথমে চীনা ভাষা শিখেছেন, তখন অনেক চীনা নাগরিকের সাথে আপনার পরিচয় হয় এবং চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। ঠিক ওই সময়টাতে চীন সম্পর্কে আপনার ধারণা কেমন ছিলো?

৩. বন্ধুরা, আমি যখন ঢাকায় ছিলাম তখন আসিফ ভাইকে অনেকবার দেখেছি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের একজন বিখ্যাত তারকা ছিলেন।

প্রতিবছর আধুনিক ভাষা ইন্সটিটিউটের চীনা ভাষা বিভাগের উদ্যোগে চীনা বসন্ত উত্সব উপলক্ষ্যে আয়োজিত 'সাংস্কৃতিক সন্ধ্যা' এবং 'চীনা ভাষার গান' গাওয়ার প্রতিযোগিতার হোস্ট করতেন তিনি। ভাই, আমি তখন সবাইকে বলি যে, এ 'সাংস্কৃতিক সন্ধ্যা' নি:সন্দেহে বাংলাদেশে চীনের সর্বোচ্চ ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

আচ্ছা, আপনি ও আপনার শিক্ষক, সহপাঠীরা কিভাবে এসব অনুষ্ঠানের প্রস্তুতি নিতেন তার একটু পরিচয় দিতে পারেন? এ বিষয়ে আপনি এবং আপনার শিক্ষক বা সহপাঠীদের কোনো গল্প শেয়ার করতে পারেন?

৪.২০১৩ সালে আপনি 'চীনা ভাষা সেতু' প্রতিযোগিতায় বাংলাদেশে চ্যাম্পিয়ন হন।

ভাইবোনেরা, তখন আমি কনফুসিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে এ প্রতিযোগিতার একজন বিচারক ছিলাম।

আমরা সবাই আপনার জন্য খুবই খুশি এবং গর্বিত। আপনি কিভাবে ওই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিলো, তা কি এখন আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন?

৫: আমরা জানি, চীনের জীবনটাকে আপনি খুব উপভোগ করছেন। আপনি প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সেসব জায়গার সুন্দর সুন্দর ছবি ও আপনার সেলফি আপনি উইচ্যাটে শেয়ার করেন । আমি এবং আকাশ ভাই এটা খুবই পছন্দ করি এবং উপভোগ করি ।

চীনের জীবনযাত্রা নিয়ে আপনার যে অনুভূতি তা কি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন?

৬: ভাই, আমরা আরো জেনেছি এবং দেখেছি, আপনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অনেক কিছুই চীনাদের সাথে শেয়ার করেন এবং তার পরিচয় তুলে ধরেন। যেমন, মেহেদি, তো আপনি কিভাবে এই মেহেদি নিয়ে কাজ শুরু করলেন? এর পেছনের গল্পটা কি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন?

৭: আপনার ভবিষ্যত পরিকল্পনা বা স্বপ্ন কি, সেটা কি আমরা জানতে পারি?

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040