Web bengali.cri.cn   
নুবিয়া'র ভারত যাত্রা
  2015-06-18 11:16:32  cri


চীনা প্রতিষ্ঠান জেডটিই গত ১৯ মার্চ ভারতের নয়াদিল্লিতে নুবিয়া জেড-৯ মিনি স্মার্টফোন উন্মোচন করেছে। অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে জেডটিই'র নুবিয়া ব্র্যান্ডের এই উন্মোচন শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিন হুয়া। জানা গেছে, জেড নাইন মিনি স্মার্টফোনটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের বাজারে প্রতিষ্ঠানটির প্রথম স্মার্ট ফোন।

ভারতের বাজারে জেড-নাইন ডিভাইসটির তিনটি ভিন্ন ভিন্ন সংস্করণ পাওয়া যায়। এগুলো হলো— জেডটিই নুবিয়া জেড নাইন ক্লাসিক, জেড নাইন এলিট ও জেড নাইন এক্সক্লুসিভ। তিনটি সংস্করণেই ভিন্ন ভিন্ন বিল্টইন তথ্য সংরক্ষণ ব্যবস্থা ও মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়া ডিভাইসটির এক্সক্লুসিভ সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট রিডার ফিচার রয়েছে। ভারতের বাজারে নুবিয়া জেডটিই নাইন সংস্করণগুলোর মূল্য যথাক্রমে ৩৬ হাজার, ৪১ হাজার ও ৪৬ হাজার রুপি। স্মার্টফোন তিনটির সংস্করণে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম।

এছাড়া স্মার্টফোনটিতে রয়েছে ১০৮০–১৯২০ পিক্সেল রেজুলেশনের ৫ দশমিক ২ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এছাড়া ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040