Web bengali.cri.cn   
সুরের ধারায়--'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-06-19 15:10:19  cri

 

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, গ্রীষ্মকাল খুবই গরম। শান্তিতে বসে থাকার উপায় নেই। গরমে শরীর ঘামাবেই। তাই না? কিন্তু গরম হলেও শরীর চর্চা বন্ধ করা যাবে না।

আজ বন্ধুদের জন্য কয়েকটি গান নিয়ে হাজির হয়েছি। এ গানগুলো আপনারা জগিং করার সময় শুনতে পারবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের প্রথম গানটির শিরোনাম 'go for it'। গেয়েছেন Ennis DJ 4ever। শুনুন গানটি। বেশ ভাল লাগবে।

শ্রোতা বন্ধুরা, যুক্তরাষ্ট্রের ৫টি নৃত্য সম্পর্কে 'step up' নামে একটি ধারাবাহিক সিনেমা আছে। এই সিনেমায় অনেক সুন্দর সুন্দর গান রয়েছে। 'you must be' এই গানগুলোর মধ্যে একটি। তাহলে শুনুন এ গানটি।

বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন 'Maroon 5' খুবই বিখ্যাত একটি মার্কিন সঙ্গীত ব্যান্ড। তাদের গান খুব দ্রুত লয়ের। এখন শুনুন তাদের গাওয়া 'sugar' গানটি।

প্রিয় বন্ধুরা, The Dey একটি মার্কিন সঙ্গীত ব্যান্ড। এ ব্যান্ডের প্রধান গায়িকা ............. কণ্ঠে অনেক শক্তি। আপনি যখন জগিং করবেন আমি বিশ্বাস করি আপনার তার গান শুনতে বেশ ভাল লাগবে।

বন্ধুরা, এখন 'step up'-২ সিনেমার একটি সুন্দর গান শুনবো আমরা। মনোরম এক গানটির শিরোনাম 'shake shake'। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।

শ্রোতা বন্ধুরা, নিয়মিত শরীর চর্চা করে আমাদের একটি সুস্থ-সুন্দর ও শক্তিশালী শরীর গঠন করতে হবে। তাহলে শুনুন মার্কিন গায়ক 'kanya west'-এর ভরাট কণ্ঠে গাওয়া 'stronger' শিরোনামের গানটি।

'Britney Spears' সেই ছোট্টকাল থেকে আমার খুবই পছন্দের একজন মার্কিন গায়িকা। তার সঙ্গে গায়ক will.i.am 'scream & shout' নামক একটি গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন। আমি খুবই পছন্দ করি এই গানটি। তাহলে আপনারাও শুনুন গানটি। আশা করছি ভাল লাগবে।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানের সর্বশেষ গান 'eyes of the tiger'। গেয়েছেন মার্কিন সঙ্গীত ব্যান্ড 'The survivor'। আশা করছি আপনারা পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ। আশা করি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাবেন। আমাদের ইমেল ঠিকানা : wangcuiyang@gmail.com।

চিঠিতে প্রথমে লিখবেন : 'ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত' প্রস্তাব। আপনাদের চিঠি বা ইমেলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040