Web bengali.cri.cn   
পেং চিয়া হুই'র কন্ঠ গান
  2015-06-24 17:07:19  cri


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুবর্ণা।

আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত গায়িকা পেং চিয়াং হুই'এর গানের সাথে পরিচয় করিয়ে দেবো। তিনি জুলিয়া পেং নামেও পরিচিত।

বন্ধুরা, পেং চিয়া হুই বা জুলিয়া পেং ১৯৭২ সালের ২০ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের পিংতুং জেলায় জন্মগ্রহণ করেন। একই সঙ্গে তিনি একজন গায়িকা, গান রচয়িতা এবং নাটকের অভিনেত্রী। ১৯৯৬ সালে তিনি প্রথম সংগীত অ্যালবাম 'আন্তরিক কথা' প্রকাশনা করেন। এ অ্যালবামের মাধ্যমে তিনি তাইওয়ান সংগীত উত্সবের 'স্বর্ণ সংগীত পুরস্কার' লাভ করেন।

২০০৪ সালে এশিয়ার অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত গায়িকা তেং লি জুন বা টেরিসা তেং'এর জীবনীভিত্তিক একটি নাটক তৈরি করা হয়। এ নাটকে টেরিসার চরিত্রে অভিনয় করেন জুলিয়া। ২০১৩ সালের মে মাসে চীনের হুনান টেলিভিশনের জনপ্রিয় বিনোদন অনুষ্ঠান 'আমি গায়িকা'তে গান গেয়ে চীনের মূল ভূভাগে আরো জনপ্রিয় হন জুলিয়া পেং।

বন্ধুরা, জুলিয়ার সংক্ষিপ্ত পরিচয় জানার পর এখন আমরা একসাথে তার কন্ঠে কিছু গান শুনবো।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রথম গানের নাম 'অনেক বছর তোমার সাথে দেখা হয় নি'। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়, আমি তোমার শহরে এসেছি/ভাবছি আমাকে ছাড়া তুমি কিভাবে জীবন কাটাও/তোমার ছবি নিয়ে পরিচিত রাস্তায় এসেছি/তোমাকে ছাড়া পুরনো স্মৃতিতে ফিরে আসতে পারবো না/রাস্তার কাছে কফির দোকানে তুমি কি আকস্মিকভাবে আসবে?/আমি হাসি মুখে তোমার হাত ধরবো/বসে বসে তোমার সাথে কথাবার্তা বলবো/আমি তোমার সঙ্গে দেখা করতে চাই/তোমার সম্প্রতিক পরিবর্তন জানতে চাই/অতীতকালের গল্প আর বলবো না/শুধু তোমাকে একটি কথা বলবো, অনেক দিন তোমার সাথে দেখা হয় নি....

বন্ধুরা, পরের গানের নাম 'অনেক কথা'। এ গানে বলা হয়েছে, জানি না কেন আমার মন সবসময় খারাপ থাকে/একাকিত্ব দূর করার জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি/সেদিন তুমি আমাকে বললে চিরদিনের মতো আমাকে ভালোবাসবে/অনেক মিষ্টি কথাই বাতাস ও মেঘের সাথে মিশে যায়...

শ্রোতা, পরের গানের নাম 'প্রিয় বাচ্চা'। এটি একটু দুঃখের গান। এ গানে বলা হয়েছে, ছোট বাচ্চা তুমি আজ কাঁন্না করেছো কি? তোমার বন্ধু কি তোমাকে ত্যাগ করেছে/সুন্দর বাচ্চা আজ তুমি কাঁন্না করেছো কি?/বুদ্ধিমান বাচ্চা আজ তুমি কাঁন্না করেছো কি?/তোমার প্রিয় উপহার কি হারিয়ে গেছে/তুমি দিন-রাত খুঁজে তা বের করো নি?/আমার প্রিয় বাচ্চা কেন আমি তোমাকে স্পষ্টভাবে দেখতে পারি না?/মোমবাতির আলো নিভিয়ে তুমি অন্ধকার রাতে একা হাটাহাটি করো/প্রিয় বাচ্চা তোমার চোখের জল মুছে ফেলো/আমি তোমার সঙ্গে বাসায় ফিরে যাবো...।

বন্ধুরা, জুলিয়া পেংয়ের গান কেমন লাগছে? পছন্দ হচ্ছে কি? এখন আপনারা যে গানটি শুনছেন এর নাম 'বিষয়টি আমার মাথায় বারবার আসে'। এটি একটি মজার এবং হাল্কা সুরের গান। চলুন একসাথে গানটি শুনি আমরা। আশার করছি গানটি আপনাদের ভাল লাগবে।

প্রিয় শ্রোতা, পরের গানের নাম 'পরস্পরের দেখা হতে দেরি হয়'। গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন দাড়ায়, আমি জানতে পেরেছি তোমার এক অপরিচিত মুখ আছে/আমাদের স্বল্পকালীন প্রেমের জন্য দুঃখ লাগে/আকাশের দিকে তাকিয়ে চোখের জল লুকিয়ে কোনো ঘৃণার কথা বলবো না/মনের অনুভূতি কথা দিয়ে বর্ণনা করা যায় না/তুমি বললে আমাদের অনেক দেরিতে দেখা হয়েছে/আমি মনে করি প্রেমের জন্য তোমার যথেষ্ঠ সাহস নেই/আমি চিরদিনের প্রেম চাই না/কারণ সেইটি খুবই দূরের বিষয়/এখন আমি প্রেম নিয়ে দ্বিধায় পরে গেছি/ভালোবাসবো কিনা বারবার নিজেকে জিজ্ঞেস করি/যদিও অনেক দুঃখ পাই তবে তা পরোয়া করি না...।

বন্ধুরা, এই গানটি জুলিয়ার সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত গানগুলোর অন্যতম। এ গানে প্রেমে পরা এক প্রেমিকার দুঃখের কথা বর্ণনা করা হয়েছে।

শ্রোতা বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন তা আমার প্রিয় গানগুলোর অন্যতম। গানের নাম 'লাল গালিচায় দাঁড়িয়ে আছি'। আপনারা জানেন, চীনারা বিয়ের অনুষ্ঠানে লাল কাপড় পড়তে পছন্দ করে। তারা সাধারণত লাল রঙ দিয়ে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ সাজায়। এ গানের শিরোনাম বিয়ের অনুষ্ঠানকে ইঙ্গিত করছে। গানে দু'জন প্রেমিক-প্রেমিকার জীবনের অনেক কষ্ট জয় করে অবশেষে দম্পতিতে পরিণত হওয়ার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। চলুন আমরা একসাথে গানটি শুনি।

বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানের সময়ও ফুরিয়ে এলো। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের জন্য আরেকটি সুন্দর গান প্রচার করবো। গানের নাম 'মনের আগুন'। সম্প্রতি প্রচারিত চীনের একটি জনপ্রিয় টেলি সিরিজের থিম সংগীত এ গানটি।

সুপ্রিয় শ্রোতা, এ গানের মধ্য দিয়েই শেষ করছি আজকের 'সুরের ধারায়'। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040