0701edu
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনারা শুনবেন চাইনিজ একাডেমি অব সাইন্সেস-এর জিওলজি অ্যান্ড জিওফিজিক্স ইন্সটিটিউটের পিএইচডি গবেষক আবু সাদাত মো: সায়েমের সাক্ষাতকার।
আবু সাদাত মো: সায়েম চাইনিজ একাডেমি অব সাইন্সেস বা সিএএস এর জিওলজি অ্যান্ড জিওফিজিক্স ইন্সটিটিউটে মর্যাদাপূর্ণ ফেলোশিপ নিয়ে পিএইচডি করছেন।
দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার গবেষণামূলক অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে তিনি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে সহকারী পরিচালক (জিওলজি) হিসেবে কাজ করেছেন।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠিতে তুলে ধরুন এ অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগা, তুলে ধরুন আপনার মতামত ও পরামর্শ। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn
রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.bengali.cri.cn।
এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবারও কথা হবে। চাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)