0624edu
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা। আর এ আয়োজনে বরাবরের মতোই আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।
বন্ধুরা, আজকের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আপনারা চীনের উহানে পড়াশোনাকরা বাংলাদেশি শিক্ষার্থী মোস্তাক আহমেদ গালিবের সাক্ষাতকার শুনবেন।
মি. গালিব চীন সরকারের বৃত্তি নিয়ে ২০০২ সাল থেকে চীনের উহানে পড়াশোনা করেন। উহানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর সেখান থেকে তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি উহান ইউনিয়ন হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে লুকেমিয়া রোগে আক্রান্ত শিশুদের যত্ন নেন। তিনি নিজের বৃত্তির টাকা দিয়ে তাদের সহায়তা করেন।
একবার শীতকালে চীনের বসন্ত উত্সবের আগের দিন উহানের 'ইস্ট লেকে' পুকুরে ডুবে যাওয়া এক চীনা মেয়েকে উদ্ধার করেন তিনি। এছাড়া উহানে তিনি বিভিন্ন মানবকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন।
বিভিন্ন ধরনের মানবকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে উহান পৌর সরকার গালিবকে চীনের 'মে ফোর্থ' স্বর্ণপদক প্রদান করে। কোনো বিদেশি হিসেবে তিনিই প্রথম এই পদক লাভ করেন।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠিতে তুলে ধরুন এ অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালোলাগা, তুলে ধরুন আপনার মতামত ও পরামর্শ। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।
রেডিওয়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো www.bengali.cri.cn।
এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবারও কথা হবে। চাই চিয়ান। (সুবর্ণা/টুটুল)