বন্ধুরা, এবারে শুনবেন ব্রাজিলের প্রভাবশালী নারী বেল পিশচের কথা।
বেল পিশচে হলেন ব্রাজিলের নারী। গুগল, মাইক্রোসফ্ট, ডয়চে ব্যাংকসহ বিশ্ববিখ্যাত বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন তিনি।
ব্রাজিলের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, অনেক সময় মানুষ এত বেশি ভুল ধারণা পোষণ করে যে, এর কারণে অবশেষে তার নিজের স্বপ্নটাই ভেঙে যায়।
হ্যাঁ, কোন ভুল ধারণার কথা বলেছেন তিনি, শুনুন তাহলে,
প্রথমত: সাধারণ মানুষ বিস্ময়ে বিশ্বাস করে।
তিনি বলেন, অনেক মানুষ মনে করে বর্তমানে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সবচেয়ে বেশি ধনী মানুষ বাস করে। তাদের ধারণা সেখানে একজন প্রকৌশলী প্রতিদিন একটি অ্যাপ মানে অ্যাপ্লিকেশন তৈরি করে, তার পর সেই প্রকৌশলী ধনী মানুষে পরিণত হয়। কিন্তু মানুষ জানেনা যে, তিনি সেই অ্যাপ তৈরি করার আগে কমপক্ষে ৩০টি অ্যাপ নিয়ে গবেষণা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। তাছাড়া সে প্রকৌশলীর বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও আছে।
আসলে মানুষে তাদের প্রচেষ্টা দেখে না, তারা জানেনা যে, সফলতা একদিনের বিষয় নয়। তাদেরকে বিশ্বাস করতে হবে দীর্ঘদিনের প্রচেষ্টায় সফলতা মানুষের হাতে ধরা দেয়।
দ্বিতীয়ত, সাধারণ মানুষ সবসময় অন্য মানুষের অপেক্ষা করে। অন্যদের কাছ থেকে তারা পরামর্শ চায়। আমাদের পরিবার আছে, অনেক বন্ধু-বান্ধব আছে, কিন্তু কোন পথ আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত তা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।
অনেকেই ছোট সাফল্য অর্জিত হওয়ার পর প্রচেষ্টা বন্ধ করে দেয়। এটি আসলে ভুল ধারণা। বেল বলেন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।নিজের মধ্যে উত্সাহ তৈরি করে চমত্কার একটি ভবিষ্যত গড়ে তুলতে হবে ।
কোনো কাজে ব্যর্থ হলে প্রথমে নিজের ভুল খুঁজতে হবে। আসলে ব্যর্থ হওয়ার পর অনেক মানুষ নিজের ভুল খুঁজতে পছন্দ করে না। হ্যাঁ, ভুল স্বীকার করে একজন সাহসী মানুষে পরিণত হতে হবে ।
অবশেষে, সবসময় নিজের স্বপ্নের প্রতি আস্থা রাখতে হবে। বিশ্বাস করতে হবে যে, শেষ লাইনে সাফল্য আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে সুন্দর ফুল নিয়ে মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে, তারা আমাদের জন্য করতালি দেবার জন্য দাঁড়িয়ে আছে ।
বন্ধুরা, এতক্ষণ ব্রাজিলের প্রভাবশালী নারী বেল পিশচের কথা শুনলেন।