Web bengali.cri.cn   
'আনুষ্ঠানিকভাবে তোমাকে মিস করছি'
  2015-06-12 16:04:17  cri

আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাবো ব্রিটিশ গায়িকা Jessie J-এর গান 'Flashlight'।–3'28

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন কানাডার গায়িকা Tamia-এর গান 'Officially Missing You বা 'আনুষ্ঠানিকভাবে তোমাকে মিস করছি'।–4'02

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে Stay গানটি। এটা হচ্ছে পোটো রিকো-যুক্তরাষ্ট্র রক সঙ্গীতদল "Boyce Avenue"-এর একটি গান। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনবো, কেমন? –3'58

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই যে, আপনাদেরকে বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের প্রত্যাশা।

এবার আমরা মার্কিন গায়ক John Legend-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম'All Of Me'—4'29

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা ব্রিটিশ গায়ক Shayne Ward–এর 'my heart would take you back' নামের গানটি শুনবো, কেমন?।–3'29

প্রিয় শ্রোতা, আপনারা হয়তো মার্কিন গায়িকা Meghan Trainor--এর নাম শুনে থাকবেন। তার একটি খুবই বিখ্যাত গান রয়েছে। গানটির নাম হলো All About That Bass।–3'08 তাহলে এখন আমি আপনাদেরকে এ গানটি শোনাবো।

বন্ধুরা, এখন আপনারা শুনবেন মার্কিন গায়িকা Julie London –এর Sophisticated Lady নামের গানটি।–2'36

আচ্ছা শ্রোতাবন্ধুরা, এখন আমি আপনাদের শোনাবো ব্রিটিশ সঙ্গীতদল Queen-এর একটি গান। গানের নাম I Want To Break Free।–3'21

বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে তার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ব্রিটিশ সঙ্গীতদল Mumford & Sons- এর 'Wilder Mind' গানটি শোনাবো।আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–4'38

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040