

n150606.m4a
|
মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভেচ্ছা। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আইরীন নিয়জী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, নানা ব্যস্ততার মাঝে মানুষ একটু সুখের সন্ধান করে। শান্তি পেতে চায়। আর এই শান্তির অন্বেষণে আমরাও আপনাদের সহযাত্রী হতে চাই। তাইতো বিভিন্ন রকম গানের ডালি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে।
জীবনের নানা কর্মব্যস্ততার মাঝেও আপনারা যাতে বিভিন্ন গানের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন, মনে কিছুটা শান্তি পেতে পারেন সেজন্যই আমাদের এ আয়োজন।
বন্ধুরা, ভালো আছেন তো আপনারা? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো।
মান্না : হ্যাঁ বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদের এমন কিছু গান শোনাতে চাই যে গানগুলো একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের। এ গানগুলোর চমত্কার কথা, অসাধারণ সুর এবং অদ্ভূত গায়কী ঢঙ্গের কারণে গানগুলো আজো অমর হয়ে আছে। এসব গান শুনে সজীব হয়ে উঠবেন আপনি। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যাবেন অতীতের দিকে। মনকে নাড়া দেবে চমত্কার সব স্মৃতি।
সুপ্রিয় শ্রোতা, আজ আমরা ভারতীয় উপমহাদেশের তিনজন কিংবদন্তী শিল্পীর বেশ কিছু গান নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আর তারা হলেন, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপ্যাধ্যায় এবং আশা ভোসলে। বন্ধুরা, কেমন লাগছে নামগুলো শুনে? ভারতীয় বাংলা গানকে যারা সমৃদ্ধ করছেন তাদের মধ্যে অন্যতম তারকা শিল্পী এই তিনজন। তাদের কণ্ঠ শ্রোতার মনকে প্রশমিত করে; শান্তি দেয়। হৃদয় জুড়িয়ে যায় তাদের গান শুনলে।
আকাশ : হ্যা শ্রোতাবন্ধুরা, চমত্কার গান শুনে হৃদয় ভিজিয়ে নিতে এখন আমরা প্রথমেই লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'প্রেম একবারই এসেছিলো নিরবে' (১)।
গান : 'প্রেম একবারই এসেছিলো নিরবে'...............।
মান্না : বন্ধুরা, এবার আমরা কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের গান শুনবো। সন্ধ্যা মুখোপ্যাধ্যায় মানেই ভারতীয় বাংলা সিনেমার অতুলনিয় অভিনেত্রী সুচিত্রা সেন। কত যে সিনেমায় সন্ধ্যা'জির গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন সুচিত্রা। পরে সিনেমটি দেখে মনে হয়েছে এ গান যেন সুচিত্রা নিজেই গাইছেন। আমরা এখন যে গানটি শুনবো তা উত্তম-সুচিত্রা জুটির বিখ্যাত রোমান্টিক সিনেমা 'পথে হলো দেরি' থেকে নেয়া। গানটির শিরোনাম 'তুমি না হয় রহিতে পাশে'। (১৪)
গান : 'তুমি না হয় রহিতে পাশে'.................।
আকাশ : বন্ধুরা, এবার আমরা আশা ভোসলের একটি গান শুনবো। আপনারা জানেন গানের কিংবদন্তী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা। এ দুবোনই ভারতীয় সঙ্গীত অঙ্গণে ব্যাপক খ্যাতি ও সম্মান পেয়েছেন। বাংলা এবং হিন্দী গানে ব্যাপক দখলতা রয়েছে তাদের। আর এখন গানটি শুনবেন তার শিরোনাম 'লক্ষিটি দোহাই তোমার'। (১০)
গান : 'লক্ষিটি দোহাই তোমার'..............।
মান্না : বন্ধুরা, আমরা সবসময়ই আমাদের এ অনুষ্ঠানে বৈচিত্র্যতা আনার চেষ্টা করি। এই অনুষ্ঠানে বাজানো গানগুলো পুরনো সময়ের কিন্তু তা যেন সবসময়ই জীবন্ত এবং বর্তমান। এসব গান আপনাদের ও আমাদের মাঝে নতুন এক ধরনের সম্পর্কের বন্ধন তৈরি করে বলে আমাদের বিশ্বাস।
বন্ধুরা, লতা মঙ্গেশকরের আগের গানটি কেমন লেগেছে আপনাদের? এখন আমরা এই কণ্ঠশিল্পীর আরেকটি গান শুনবো। 'নিঝুমু সন্ধ্যায় পান্থ পাখিরা' শিরোনামের গানটি শুনুন এবার। (০২)।
গান : 'নিঝুমু সন্ধ্যায় পান্থ পাখিরা'...................।
আকাশ : এবার তাহলে আমরা সন্ধ্যা মুখোপ্যাধ্যায়ের আরেকটি গান শুনবো। এ গানটিও নেয়া হয়েছে পথে হলো দেরি সিনেমা থেকে। এটি একটি রোমান্টিক গান। আর এ গানটির শিরোনাম 'এ শুধু গানের দিন'। (০৫)
গান : 'এ শুধু গানের দিন'..................।
মান্না : আচ্ছা বন্ধুরা, কেমন লাগছে আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো? আশা করছি ভাল লাগছে আপনাদের। এখন আমরা আশা ভোসলের গাওয়া আরেকটি গান শুনবো। আশা ভোসলে আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী। তার গান শুনতে শুনতে আমি রাত পার করে দেই। এখন 'আকাশে আজ রঙের খেলা' (০৭) শিরোনামে গানটি উপভোগ করুন বন্ধুরা।
গান : 'আকাশে আজ রঙের খেলা'...................।
আকাশ : বন্ধুরা, এবার আমরা লতা মঙ্গেশকরের আরেকটি গান শুনবো। আর এ গানটি দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারায়'অনুষ্ঠান। বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক লতা মঙ্গেশকরের 'ও পলাশ ও শিমুল' গানটি।(১০)
গান : 'ও পলাশ ও শিমুল'..................।
মান্না : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
আকাশ : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা আমাদের জানাতে পারেন। আমাদের ঠিকানা হলো enamulhoquetutul@yahoo.com. আমাদের ফোন নম্বর : ০০৮৬১০৬৮৮৯২৪২০।
বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)




