Web bengali.cri.cn   
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনের উপ-প্রধানমন্ত্রীর ভাষণ
  2015-06-05 20:47:23  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা,

পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : বরাবরের মত প্রথম খবরটি আপনার হাতেই রয়েছে। চলুন সে খবরটি নিয়ে আমরা শ্রোতাদের সাথে আলোচনা করি।

প্রথম খবর : বাংলাদেশে কনফুসিয়াস ইনস্টিটিউট পরিদর্শন করলেন চীনের উপ-প্রধানমন্ত্রী

গেলো মাসের ২৭ তারিখে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় তিনি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

চীন ও বাংলাদেশকে পরস্পরের ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার আখ্যায়িত করে তিনি বলেন, সফরকালে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের সঙ্গে তার সফল আলোচনা হয়েছে। এসব আলোচনায় দু'দেশের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় বলে তিনি জানান।

এ ছাড়া, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মান আরও উন্নত হবে এবং এ প্রতিষ্ঠানটি দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সেতু হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করে যাবে বলেও লিউ ইয়ান তুং আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং চীন সরকার ও হান পানের পক্ষ থেকে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এক হাজার চীনা বই উপহার দেন। তিনি বাংলাদেশের একশত বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীকে চীনে গ্রীষ্মকালীন শিবিরে অংশ নেওয়ার আমন্ত্রণও জানান।

দ্বিতীয় খবর : এবার পাকিস্তানি কবুতরের জেল ভারতে

এবার পাকিস্তানি কবুতরের জেল হলো ভারতে। গোয়েন্দাগিরির দায়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করা একটি কবুতরের জেল দিয়েছে ভারত। কবুতরটি উর্দুতে লেখা একটি বার্তা নিয়ে উড়ে এসেছিলো ভারতের সীমান্তবর্তী এলাকা পাঠানকোটে। উর্দুতে লেখা কাগজে ছিলো একটি টেলিফোন নম্বরও।

জানা গেছে, ল্যান্ডলাইন নম্বরটি পাকিস্তানের নরোয়াল জেলার। বুধবার ঐ এলাকার এক নাপিতের বাড়িতে এলে কবুতরটিকে ধরে ফেলে তারা। পায়ে উর্দুতে লেখা বার্তা দেখে নিকটস্থ পুলিশ স্টেশনে নিয়ে যায় নাপিতের ছেলে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। যদিও দুইদিন আগেই গোয়েন্দা শাখা থেকে এ ধরনের আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিলো পাঞ্জাব পুলিশের কাছে।

কবুতরটিকে পাওয়ার পর সেটিকে এক্স-রে করে বিপজ্জনক কোন আলামত পায়নি পুলিশ। তবে এলাকাটিতে ইন্ডিয়ান মুজাহিদিরা সক্রিয় থাকায় গোয়েন্দারা বিষয়টি বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করছে। ইতিমধ্যে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বার্তা পাঠানো হয়েছে বিএসএফ ও গোয়েন্দা শাখার কাছে। পাঠানকোটের পুলিশ সুপার রাকেশ কৌশল জানান, পাখিটির এক্সরে ও অন্যান্য পরীক্ষা করে এর ভেতর আর কিছু পাওয়া যায়নি। তিনি বলেন, এভাবে পাকিস্তানি একটি কবুতর আটকের ঘটনা খুবই বিরল ভারতে। কিন্তু যে এলাকা থেকে এটি আটক হয়েছে, সে এলাকাটি বেশ স্পর্শকাতর।

তৃতীয় খবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনের উপ-প্রধানমন্ত্রীর ভাষণ

চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তার সরকারের বার্ষিক বৃত্তির সংখ্যা আগামী তিন বছরে ধাপে ধাপে আরও ১০০ বাড়ানো হবে। তিনি ২৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে এ তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় ইতিবাচক ভূমিকা পালন করেছে। শিক্ষা খাতে তার দেশ বাংলাদেশের সাথে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশকে সুপ্রতিবেশী, ভাল বন্ধু ও ভাল অংশীদার আখ্যায়িত করে চীনের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সহযোগিতার ওপর তার দেশ যথেষ্ট গুরুত্ব দেয়। যে কোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে চীন-বাংলাদেশ মৈত্রী অটুট থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। পরে উপ-প্রধানমন্ত্রী লিউ চীনা সরকারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষণা কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে ১০ লাখ ইউয়ান মূল্যের শিক্ষা-সরঞ্জাম হস্তান্তর করেন।

(প্রকাশ/মান্না)


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040