Web bengali.cri.cn   
'সুরের ধারায়'--'ইউরোপীয় ও আমেরিকান'
  2015-07-03 17:56:47  cri

 

সুপ্রিয় শ্রোতা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, কেমন আছেন আপনারা? কেমন কাটছে আপনাদের জীবন। 'সুরের ধারায়' অনুষ্ঠানের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত পর্বের গানগুলো আপনাদের ব্যস্ত জীবনের ফাঁকে কিছুটা হলেও আনন্দ দিতে পারছে কি? যদি তাই হয় তাহলে খুবই আনন্দিত হবো আমি। কারণ এই কর্মক্লান্ত জীবনে আপনাদের একটু শান্তি দেওয়াই আমার লক্ষ্য।

বন্ধুরা, চলুন তাহলে আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাই। আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত পর্বের প্রথম গানটির নাম 'shine'। গানটি গেয়েছেন ডেনমার্কের একটি সঙ্গীত ব্যান্ডের শিল্পীরা।

বন্ধুরা, আজ আমরা একটি ফরাসী শব্দ শিখবো। তা হচ্ছে La vanité। মানে হলো peacockery। কণ্ঠশিল্পী Benjamin Biolay এই 'La vanité গানটি গেয়েছেন। তিনি ১৯৭৩ সালে ফ্রান্সের লিয়োনে জন্ম গ্রহণ করেন। তাহলে শুনুন এ গানটি।

বন্ধুরা, বাংলাদেশে কি ক্রিসমাস পালন করেন আপনারা? আমাকে চিঠি লিখে জানাবেন। ঠিক আছে? বর্তমানে চীনা তরুণ-তরুণীরা ক্রিসমাস পালন করতে পছন্দ করে। এখন শুনুন বৃটেনের গায়িকা Dido-র গাওয়া 'Christmas Day' গানটি।

শ্রোতা বন্ধুরা, 'Enigma' একটি প্রাচীন গ্রীস শব্দ। এই একই নামে জার্মানীর একটি ব্যান্ডের নামও হলো 'Enigma'। এই ব্যান্ডের একটি গান শুনবো এখন আমরা। গানের শিরোনাম 'Return To Innocence'। আশা করি বন্ধুরা গানটি পছন্দ করবেন।

শ্রোতা বন্ধুরা, Keren Ann ও Bradi Johannsson দুজন গায়িকা। আমেরিকায় তারা বেশ জনপ্রিয়। যদিও তারা পুরোপুরি আমেরিকান নন। তারা ক্রস; অর্থাত তাদের দুজনের বাবা-ই ভীনদেশী। মা আমেরিকান। 'Lady & Bird' নামক একটি সঙ্গীত ব্যান্ড করেছেন এই দুই শিল্পী মিলে। কি সুন্দর নাম তাই না! 'নারী ও পাখি'। তাদের গানগুলোও প্রকৃতির মত শান্ত ও সুন্দর। শুনলে প্রাণ জুড়িয়ে যায়। তাহলে শুনুন তাদের 'Stephanie says' গানটি।

বন্ধুরা, ১৯৯৫ সালে সুইডেনে 'club ৮' সঙ্গীত ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডের ভক্তরা মন্তব্য করেছেন, এই ব্যান্ডের গান মনে শান্তি এনে দেয়; হৃদয়কে উষ্ণ করে। সত্যি বন্ধুরা, চসত্কার কণ্ঠ এই ব্যান্ডের শিল্পীদের। তাহলে শুনুন তাদের 'stay by my side' গানটি।

বন্ধুরা, A fine frenzy যুক্তরাষ্ট্রের একজন গায়িকা। এটি তার প্রকৃত নাম নয়। তিনি ছদ্মনাম নিয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি almost lover গানটি লিখেছেন। তার লেখা এই রোমান্টিক গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। খুবই চমত্কার একটি গান। তাহলে শুনুন এ গানটি।

সুপ্রিয় শ্রোতা, মনে পড়ে গত মাসে আমি 'Keren Ann'র একটি ফরাসি গান শুনিয়েছি আপনাদের। মনে পড়ছে তো? আজ তার গাওয়া 'By The Cathedral' নামক একটি ইংরেজি গান শুনাবো। আশা করি আপনারা পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানের শেষ গান 'Bright As Yellow'। গানটি গেয়েছেন যুক্তরাষ্ট্রের একটি রক ব্যান্ড The Innocence Mission। আশা করি বন্ধুরা পছন্দ করবেন তাদের এ ছান্দিক গানটি।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ । আশা করি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাবেন। আমাদের ইমেল ঠিকানা: wangcuiyang@gmail.com।

চিঠিতে প্রথমে লিখবেন: 'ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব'। আপনাদের চিঠি বা ইমেলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040