Web bengali.cri.cn   
ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীতানুষ্ঠান
  2015-06-28 18:40:10  cri

 

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানে প্রথমেই শুনবেন Bad Suns'র গাওয়া Cardiac arrest গানটি। নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ সম্পর্কিত গান হলো Cardiac arrest । হ্যাঁ, অনেক সময়ই আমরা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ না করার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, তাইনা? তাহলে শুনুন এ গানটি।

Iggy Azalea অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত গায়িকা। সম্প্রতি তিনি খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অনেক বিখ্যাত গায়ক-গায়িকাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে গান করেন। এখন শুনুন Rita Oraর সঙ্গে গাওয়া Black widow গানটি।

বন্ধুরা, এবার আমরা সবাই মিলে শুনবো Blame গানটি, আর জানবো কি গল্প বলা হয়েছে এতে, কেমন?

Boom Clap হচ্ছে The Fault in Our Stars চলচ্চিত্রের একটি সুন্দর গান। গেয়েছেন বিখ্যাত শিল্পী Charli ।শুনুন তাহলে গানটি।

বন্ধুরা নিশ্চয়ই বসন্তকাল পছন্দ করেন, তাইনা? বসন্তকাল আমার খুবই প্রিয়। এসময় পার্কে হালকা হালকা বাতাস উপভোগ করা আমি ভীষণ পছন্দ করি। তাহলে শুনুন Breeze গানটি।

যুক্তরাষ্ট্রে একটি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান আছে। তার নাম The Voice। ২০১৩ সালের রানার্স-আপ Jacquie Lee এখন নতুন গান প্রকাশ করেছেন। তাহলে শুনুন Broken Ones গানটি।

আমি বিশ্বাস করি বন্ধুরা অবশ্যই Budapest'র নাম শুনেছেন । হাঙ্গেরির রাজধানীর নাম হলো Budapest।

এটি খুবই সুন্দর শহর। এই শহরটিকে কেন্দ্র করে একটি গান রয়েছে, নাম Budapest। শুনুন তাহলে গানটি।

Ellie Goulding ব্রিটেনের একজন অল্প বয়সী গায়িকা। তিনি খুব দ্রুত ব্রিটেন এমনকি সারা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এখন শুনুন তার একটি নতুন গান Burn।

মনে আছে বন্ধুরা? আগের অনুষ্ঠানে আমার প্রিয় গায়িকা Britney Spearsর গান শুনেছেন আপনারা, তাইনা? কিন্তু Circus গানটি সে অনুষ্ঠানে শোনাতে পারিনি । তাহলে এখন শুনুন সে গানটি।

আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠানের সর্বশেষ গান হলো Fall out boy'র গাওয়া Centuries। আশা করি বন্ধুরা পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীতানুষ্ঠান এখানেই শেষ । আশা করি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাবেন। আমাদের ইমেইল ঠিকানা: wangcuiyang@gmail.com। চিঠিতে প্রথমে লিখবেন: ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব। আপনাদের চিঠি বা ইমেইলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান। (জিনিয়া ওয়াং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040