Web bengali.cri.cn   
সুরের ধারায়---'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত পর্ব--'The Weepies'
  2015-06-03 16:57:22  cri

সুরের ধারায়

ছুই ইয়াং জিনিয়া

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, আজকের সুরের ধারায় অনুষ্ঠানের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত পর্বে আপনাদের যুক্তরাষ্ট্রের সঙ্গীত ব্যান্ড 'The Weepies'-এর অ্যালবাম 'Sirens'এর কয়েকটি গানের সাথে পরিচয় করিয়ে দেবো আজ। এই অ্যালবামের প্রথম গানটি river from the sky।

বন্ধুরা, আমি একটি প্রবাদ শুনেছি। তা হচ্ছে 'everything will be alright in the end, if it is not right, it is not the end'। সেজন্যই বলি আমাদের জীবনে কখনো কখনো সমস্যা আসবে, আনন্দ হারিয়ে যাবে। জীবনে সমস্যা এলে তাকে আমাদের মোকাবিলা করতেই হবে। এখন শুনুন trouble গানটি।

শ্রোতা বন্ধুরা, সঙ্গীত ব্যান্ড The Weepies-এর দু'জন সদস্য আছেন। তারা দু'জনই বিবাহিত। এখন এই অ্যালবামের 'Sirens' নামের গানটি শুনবেন।

বন্ধুরা, একটি ইংরেজি গানের কথা খুবই বিখ্যাত। তা হচ্ছে 'I believe I can fly'। হ্যাঁ, আমরা উড়তে পারি। কিন্তু এক সময় আমরা উড়তে পারতাম না। আমরা স্বপ্ন দেখতাম উড়তে পারার। বিমান আবিস্কারের পর এখন আমরা উড়তে পারি। দূর আকাশে আমরা চলে যাই বিমানে চড়ে। দেশ থেকে দেশান্তরে পাড়ি জমাই বিমানে করে। আমাদের স্বপ্ন দেখা বন্ধ হয় না। মনে কোনো স্বপ্ন থাকলে একদিন সে স্বপ্ন বাস্তবায়িত হবেই। এখন শুনুন উড়তে পারা সেই স্বপ্ন নিয়ে চমত্কার একটি গান 'learning to fly'।

বন্ধুরা, আমি আগেই আপনাদের বলেছি, The Weepies-এর দু'জন সদস্যই বিবাহিত। হ্যাঁ, সেজন্য তাদের গানে অনেক সুন্দর সুন্দর ভালোবাসার কথা রয়েছে। এমনই একটি ভালোবাসার গান 'never let you down'। তাহলে শুনুন রোমান্টিক এই গানটি।

বন্ধুরা, নিশ্চয় লক্ষ্য করেছেন কাজ শুরুর পর আমরা যেন এক মুহুর্তের মধ্যে adult-এ পরিণত হই। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের তরুণকালে কিছু wild স্বপ্ন আছে। তাই না বন্ধুরা? তাহলে শুনুন wild boy গানটি।

বন্ধুরা, কষ্ট মানুষের জীবনে থাকবেই। কিন্তু মানুষের জীবনে অধিকাংশ সময়ই কাটে আনন্দে। তাই না বন্ধুরা? কষ্ট সে তো ক্ষনিকের! কারণ আমাদের জীবনে প্রতিটি দিন এত সুন্দর, এত আনন্দময়! কত সুন্দর সুন্দর জিনিসের সাথে আমাদের পরিচয় ঘটে। fancy জিনিসগুলো মনে আনন্দের দোলা দেয়। বন্ধুরা, এখন শুনুন fancy things গানটি।

প্রিয় শ্রোতা, সাফল্য অর্জন করতে চাইলে পরিশ্রম করতে হবে। বন্ধুরা, আপনারা কি early morning riser? শুনেছি বিশ্বের বিখ্যাত ও প্রতিষ্ঠিত সব ব্যক্তিরাই early morning riser। আর এজন্য তাদের জীবনও সফল। এখন শুনুন early morning riser গানটি।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানের সর্বশেষ গান হচ্ছে volunteer। আশা করছি গানটি আপনারা পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় ফুরিয়ে আসে নিজ নিয়মে। আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠানেরও সময় শেষ। আশা করছি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকাদের কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাবেন। আমাদের ইমেল ঠিকানা: wangcuiyang@gmail.com।

চিঠিতে প্রথমে লিখবেন: 'ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব'।

আপনাদের চিঠি বা ইমেলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040