Web bengali.cri.cn   
চীনা রক গায়ক চেং চুন
  2015-06-03 20:15:33  cri


 

আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একজন চীনা রক গায়কের সাথে। তার নাম চেং চুন।

চেং চুন ১৯৬৭ সালের ৬ নভেম্বর সান সি প্রদেশের রাজধানী সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার বাবাকে হারান। তখন তার বয়স মাত্র ৭ বছর। এটা তার জীবনের প্রথম বড় আঘাত। তবে এ ঘটনা তাকে স্বাধীন ও দৃঢ় চরিত্র গঠনে সহায়তা করে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনারা চেন চুনের একটি গান শুনুন। গানের নাম 'হিমশৈলের স্নো লোটাস'।

শ্রোতা, ১৯৮৭ সালে চেং চুনকে হাং চৌ ডিয়ান চি বিশ্ববিদ্যালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিপুল বিদেশী সংগীত শুনেছেন। বিশেষ করে The Beatles、The Rolling Stone、Bob Marley、Bruce Springsteenসহ এসব কণ্ঠশিল্পীদের গান তার ভাল লাগতো। এসব বিখ্যাত শিল্পীরা পরে চেং চুনরে নিজের সংগীত রীতির ওপর প্রভাব ফেলেছেন।

বন্ধুরা, এখন আমরা শুনবো চেং চুনের গাওয়া 'উল্কা' শিরোনামের একটি গান। এ গানের সুর ব্যবহার করা হয়েছে বিখ্যাত বৃটিশ ব্যান্ড Coldplay-এর গান 'yellow' –তে। চেং চুন নিজে চীনা ভাষায় এ গানের কথা লেখেন।'

প্রিয় শ্রোতাবন্ধুরা, ১৯৯০ সালে বিশ্ববিদ্যালয়ে ছেং চুন 'বারুদ' নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। বেশ কয়েকজন শিল্পীর গান গাওয়ার পর চেং চুন আবিষ্কার করেন যে, তিনি নিজ গান গাইতে চান এবং তখন থেকে তিনি পেশাদার সংগীত শিখতে শুরু করেন।

১৯৯০ সাল থেকে চেং চুন বারে গান গাইতে শুরু করেন। কারণ বিদেশে লেখাপড়া করতে যাওয়া এবং ভাল গিটার কেনার জন্য টাকা দরকার। তিনিও শিল্পী দলের সঙ্গে চীনে অনেক শহরে অনুষ্ঠান করেন এবং ওই সময় থেকে চেং চুন নিজে গান শিখতে শুরু করেন।

বন্ধুরা, ১৯৯২ সালে বিদেশে লেখাপড়া করার জন্য চেং চুন প্রস্তুত নেন। যখন ভিসার জন্য দাড়ান ঠিক এসময় কুও ছুয়ান লিন নামে একজনের সঙ্গে পরিচিত হয় তার। কুও ছুয়ান লিন ছিলেন চীনের বিখ্যাত ব্যান্ড Panthers-এর ম্যানেজার। কুও ছুয়ান লিন চেং চুনের গান শুনেছেন। তিনি 'লাল তারকা' নামে একটি সংগীত কোম্পানির কাছে সুপারিশ করেন চেং চুনের জন্য। ফলে চেং চুন বিদেশে না গিয়ে ওই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

১৯৯৪ সালে চেং চুনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'নগ্ন' প্রকাশিত হয়। এখন আমরা শুনব এ অ্যালবামের দুটি গান। প্রথমে উপভোগ করব 'ফিরে যাব লা সা'।

'ফিরে যাব লা সা' ছাড়া সিন্ডারেলা অ্যালবামে বিখ্যাত একটি গান রয়েছে। আসলে এই গানটি চেন চুন তার মেয়েবন্ধুর জন্য লিখেছিলেন। পরে ১৩ বছর প্রেম করে দুজন ২০০৩ সালে বিয়ে করেন। তবে ২০১১ সালে দু'জনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যাই হোক, দুজনের ভালবাসা আমাদের দিয়েছে এমন একটি চমতাকার গান। শুনুন তাহলে গানটি।

প্রিয় বন্ধুরা, আপনি হয়ত বুঝতে পরেছেন, চেং চুনের সংগীত রীতি রক। গত শতাব্দীর ৮০ দশক চীনা রক সংগীতের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তখন আবির্ভূত হন অনেক নামিদামি রক শিল্পী যারা এ পর্যন্ত চীনা যুবকদের ওপর প্রভাল ফেলেছেন।

আমার মতে, রক গানে এক ধরনের মুক্তি রয়েছে এবং চেন চুনের গানে আমি পেয়েছি সেই মুক্তির স্বাদ। চেন চুন উত্তর চীনের পুরুষ। তাই তার কন্ঠে ও চরিত্রে আমরা দেখি এক ধরনের বলিষ্ঠতা। এখন শুনুন চেন চুনের গাওয়া আমার সবচেয়ে প্রিয় একটি গান। গানের নাম Elopement।

বন্ধুরা, চেন চুনের জন্মস্থান সি আন। প্রাচীনকালে সি আন ছিল চীনের রাজধানী এবং তখনকার তার নাম ছাং আন। আজও সি আন শহরে দেখা পাওয়া যায় হাজার বছর আগেকার স্থাপত্যকর্ম। তার জন্মস্থানকে নিয়ে লেখা 'ছাং আন, ওহ, ছাং আন' নামে একটি গান রয়েছে। এখন আমরা তার গানের মাধ্যমে হাজার বছর আগে ফিরে যাব।

আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই 'আমি তোমার জন্য সুখি' নামে একটি গান। একজন রক গায়ক হিসেবে চেন চুনের অনেক গানই সুগভীর। তবে এই গানটি সরল ও আনন্দে ভরা। আশা করি আপনারা গানটি পছন্দ করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040