Web bengali.cri.cn   
হারবিন শহরে ব্রিকস দেশসমূহের আইন সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার ‌আয়োজিত
  2015-05-29 19:34:55  cri
মে ২৯: ব্রিকস দেশসমূহের আইন সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনার আজ (শুক্রবার) চীনের হারবিন শহরে আয়োজিত হয়। চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ইতালিসহ বিভিন্ন দেশের প্রখ্যাত আইনবিদরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে ব্রিকস দেশসমূহের মধ্যে আইন প্রণয়নের সহযোগিতা ও আইন গবেষণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ব্রিকস সদস্য দেশের আইন প্রশাসনের জন্য প্রস্তাব ও পরামর্শ দেয়া হয়, যা ব্রিকস দেশসমূহের আইন বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এবারের এ সেমিনারের প্রধান আলোচ্য বিষয় হলো বহুজাতিক আইন ও আন্তর্জাতিক আইন, আইন ও মানুষ, চুক্তি ও বাণিজ্য, আইন ও অর্থ, জ্বালানী সম্পদ ও পরিবেশ এবং আইন ও ইন্টারনেট নিরাপত্তা।

রাশিয়ার সেন্টপিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় ,দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়, চীনের গণ বিশ্ববিদ্যালয় ও হেইলোংচিয়াং বিশ্ববিদ্যালয়সহ মোট ২৩টি বিশ্ববিদ্যালয় ও পেশাগত প্রতিষ্ঠানের ৫০ জনেরও বেশি আইন বিশেষজ্ঞ এ সেমিনারে উপস্থিত ছিলেন। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040