Web bengali.cri.cn   
আকাশের সাথে দশ কিলোমিটার ম্যারাথোন
  2015-05-30 19:47:58  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ।

ক: বন্ধুরা, গত কয়েক সপ্তাহ আপনারা একটানা চীনের শানতুং প্রদেশের শউকুয়াং শহরের সবজি ও ফল সম্পর্কিত গল্প শুনেছেন, তাইনা? কেমন লেগেছে, আশা করি ভালো।

টু: হ্যাঁ বন্ধুরা, এ বিষয়টি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের আমাদের শ্রোতাবন্ধু দেবাশীষ গোপ আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন,

সুপ্রিয় আকাশ ও টুটুল ভাই,

নি হাও। কি বলে যে ধন্যবাদ জানাব তা ভেবে পাচ্ছি না। কারণ ১৬ই মে আমার ও আমাদের শ্রোতা ক্লাবের সভাপতি বরিষ্ঠ বিহারী দত্তের কবিতা পড়ে শোনানোয় আমরা খুব খুশি হয়েছি।

এদিন শউকুয়াং-এর টমেটো চাষ নিয়ে নানা কথা শুনতে বেশ লাগছিল। তবে যে সমস্ত পদ্ধতির কথা বলা হল তা এ দেশে অসম্ভব ই বলা চলে। কারণ এদেশের চাষিরা সাধারণত গরীব আর ঐ ধরনের চাষে খরচও অনেক।

ক: দেবাশীষ ভাই, প্রথমেই চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

হ্যাঁ, অনেক দিন আপনার কোনো চিঠি পাইনি। আজ আপনার নাম দেখে আমরা অনেক অনেক খুশি হয়েছি। আপনি ভালো আছেন? আমরা আপনাকে খুবই মিস করি।

আসলে শউকুয়াংয়ের সবজি চাষের যে প্রযুক্তি সেগুলো সস্তায়ও পাওয়া যায়। আমরা যদি সঠিকভাবে এটাকে কাজে লাগাতে পারি তাহলে এটি আমাদের অনেক কল্যাণ বয়ে আনবে। তুলনামূলকভাবে কম টাকা বিনিয়োগ করে আমরা বেশি বেশি অর্থ উপার্জন করতে থাকবো।

ট: আসলে যেকোনো কাজের শুরু হয়তো অনেক কঠিন। কিন্তু মনে ইচ্ছা থাকলে, স্বপ্ন থাকলে সেটা করা সম্ভব। অনেক সময় বিভিন্ন বাস্তবতার কারণে মানুষ অনেক কিছুই এড়িয়ে চলে। কিন্তু সফলতা অর্জনের জন্য সবকিছুর মুখোমুখি হওয়া খুব দরকার। এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিকূলতাকে মোকাবিলা করেছেন।

ক: আচ্ছা বন্ধুরা, এখন আমরা একটি সুন্দর গান শুনবো। আর গানের পর একটি এক্সাইটিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, কেমন?

ট: কোন বিষয়? শউকুয়াংয়ের ইমা, শিউলি?

ক: নানা, এর চেয়ে আরো এক্সাইটিং।

ট: তাই নাকি? এটা অসম্ভব!

ক: সত্যি?

ট: হুম, মনে পড়েছে, এখন বুঝতে পারছি।

(গান)

ক: বন্ধুরা, পেইচিংয়ে এখন গ্রীষ্মকাল চলছে। চারিদিকে সবুজের সমারোহ। আবহাওয়াও অনেক ঝলমলে। এমন সময়ে বাতাসের সাথে সবুজ গাছগুলোর মতো আমাদের মনও যেন দুলতে থাকে। আরো বেশি প্রকৃতির স্পর্শ পেতে মানুষ ছুটে চলে পার্কে, পাহাড়ে অথবা অন্য কোনো স্থানে।

ট : হ্যাঁ, বন্ধুরা, এরকম পরিবেশে কার না ইচ্ছে করে ঘুরে বেড়াতে? তাই তো প্রকৃতির রূপ, সৌন্দর্য উপভোগ করতে মানুষ বেড়িয়ে পড়ে ঘর থেকে । চলুন, এবার আমরাও ঘুরে আসি কোনো একটি স্থানে। যেখানে আমাদের লক্ষ্য থাকবে দশ কিলোমিটার পথ পাড়ি দেবার। (লাইভ)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040