Web bengali.cri.cn   
চীন-পাক অর্থনৈতিক করিডোরের কাজ এগিয়ে নিতে আগ্রহী চীন
  2015-05-29 18:53:37  cri
মে ২৯: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চীন-পাক অর্থনৈতিক করিডোর প্রকল্পের কাজ এগিয়ে নিতে আগ্রহী চীন। আজ (শুক্রবার) পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ কথা জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সভাপতিত্বে বিভিন্ন পক্ষের এক সম্মেলনে চীন-পাক অর্থনৈতিক করিডোর প্রকল্পের অবস্থা জানানো হয়। খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তানসহ পশ্চিমাঞ্চলের অংশকে নির্মাণ কাজে অগ্রাধিকার দেওয়া এবং এর তত্ত্বাবধানে সংসদে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিশেষ কমিটির অধীনে বিভিন্ন দল ও সম্প্রদায় নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারবে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রতিনিধিরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

এ নিয়ে হুয়া ছুন ইং বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর দু'দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা। এ প্রকল্প থেকে দু'দেশের মানুষ লাভবান হবে।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040