Web bengali.cri.cn   
চীন ও ল্যাটিন আমেরিকার সহযোগিতায় দূষণমুক্ত জ্বালানির উন্নয়ন সম্ভব: চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  2015-05-29 18:53:08  cri
মে ২৯: জ্বালানি ও দূষণমুক্ত জ্বালানি হলো চীন ও ল্যাটিন আমেরিকার অভিন্ন চাহিদা। দু'পক্ষের সহযোগিতায় দূষণমুক্ত জ্বালানির উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব। মেক্সিকোর মেরিদা শহরে অনুষ্ঠিত দূষণমুক্ত জ্বালানি বিষয়ক ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়েং কাং গণমাধ্যমে এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

তিনি বলেন, বিশ্বের বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ হিসেবে চীন এ শতাব্দীর শুরুতে দূষণমুক্ত জ্বালানি খাতে বরাদ্দ ও উন্নয়ন শুরু করেছে এবং উত্পাদন, ব্যবহার ও নীতিগত সহায়তা দিয়ে আসছে। এ নয়া জ্বালানির উন্নয়ন দ্রুত হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমানে চীন সৌরশক্তি উত্পাদনে বিশ্বের বৃহত্তম দেশে পরিণত হয়েছে। পাশাপাশি সৌর জ্বালানি উত্পাদনে দ্বিতীয় ও বায়ু চালিত বিদ্যুত্ উত্পাদনেও বিশ্বে প্রথম চীন। তা ছাড়া, বিশ্বের এক চতুর্থাংশ পানি বিদ্যুত্ উত্পাদন করে পেইচিং।

সাক্ষাতকারে ওয়েং কাং আরো বলেন, চীন ও ল্যাটিন আমেরিকার দীর্ঘমেয়াদি মৈত্রী রয়েছে। তাই দু'পক্ষের অভিন্ন চাহিদা মেটাতে সহযোগিতা এগিয়ে নেয়ার কথাও বলেন তিনি।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040