Web bengali.cri.cn   
ফ্রান্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী: সংস্কারের পক্ষে কাজ করতে ইইউ অংশীদারদের প্রতি আহ্বান
  2015-05-29 15:03:33  cri

মে ২৯: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সংস্কারের পক্ষে কাজ করতে জোটের অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি গতকাল (বৃহস্পতিবার) প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

এসময় তিনি ইইউ-র কাঙ্খিত সংস্কার অর্জনে অংশীদারদের 'নমনীয় ও কল্পনাশক্তিধর' হবার অনুরোধ জানান। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কেবল বৃটেনকেই লাভবান করবে না, গোটা ইউরোপ এ থেকে উপকৃত হবে।

ইইউ'র সংস্কার প্রশ্নে তার দেশের অবস্থান তুলে ধরতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন গত ২৮ মে ইউরোপ সফরে বের হন। প্যারিস থেকে তিনি পোল্যান্ড ও জার্মানি যাবেন।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেছেন, যুক্তরাজ্যের নিজের এবং ইউরোপের স্বার্থেই বৃটেনের উচিত ইইউ-তে থাকা। তবে, ব্রিটিশ জনগণের মতামতকে শ্রদ্ধা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইইউ-তে থাকা না-থাকার প্রশ্নে ২০১৭ সালের শেষের দিকে বৃটেনে গণভোট অনুষ্ঠিত হবে। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040