Web bengali.cri.cn   
দারিদ্র্য, বেকারত্ব শূণ্যের কোঠায় নামিয়ে আনা চ্যালেঞ্জ : ড. ইউনূস
  2015-05-28 19:11:09  cri

শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দারিদ্র্য, বেকারত্ম ও কার্বন নিঃসরণ শূণ্যের কোঠায় নামিয়ে আনা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার রাজধানি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে একথা বলেন তিনি। এ চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যের শক্তি, তথ্যপ্রযুক্তি জ্ঞান, সামাজিক ব্যবসায় ও সুশাসন প্রয়োজন বলে জানান তিনি। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের অর্থনীতিবিদ, সামাজিক ব্যবসায়ের উদ্যোক্তা, কূটনীতিক ও বিশিষ্টজনেরা। তারা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে সামাজিক ব্যবাসাকে সবচেয়ে অভিনব ও ফলপ্রসু বলে মন্তব্য করেন। একে ছড়িয়ে দিতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040