Web bengali.cri.cn   
চীনের চিকিত্সা-সহায়তা মহামারী প্রতিরোধে জাতীয় সক্ষমতা বাড়াবে: নেপালের স্বাস্থ্যসচিব
  2015-05-28 17:32:47  cri
মে ২৮: নেপালের স্বাস্থ্যসচিব শান্ত বাহাদুর শ্রেষ্ঠা বলেছেন, ভূমিকম্পের পর চীনের দেওয়া চিকিত্সা-সহায়তা ও বিভিন্ন চিকিত্সা-সরঞ্জাম মহামারি প্রতিরোধে তার দেশের সক্ষমতা বাড়াবে। তিনি গতকাল (বুধবার) কাঠমাণ্ডুতে নেপালকে দেওয়া চীনের ৩ কোটি ইউয়ান মূল্যের চিকিত্সা-সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। এসময় নেপালের স্বাস্থ্যমন্ত্রী খাগারাজ অধিকারী এবং দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ চুনথাই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেপালের স্বাস্থ্যসচিব আরও বলেন, ভূমিকম্প আঘাত হানার পর চীনের চিকিত্সাদলটিই সর্বপ্রথম নেপালে পা রাখে। ২৯ এপ্রিল কাঠমাণ্ডু পৌঁছানোর পর থেকেই এ দলটি আন্তরিকতার সঙ্গে ভূমিকম্পদুর্গতের চিকিত্সাসেবা দিয়ে গেছে। তিনি এ জন্য দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে চীনা চিকিত্সকদলের প্রধান লু নিন জানান, হস্তান্তরকৃত ত্রাণসামগ্রীর মধ্যে চিকিত্সা-সরঞ্জাম ও স্যানিটাইজার রয়েছে।

উল্লেখ্য, নেপালের ভূমিকম্পদুর্গত এলাকায় কাজ-করে-যাওয়া বিশ্বের শতাধিক চিকিত্সাদলের মধ্যে ৫৯ সদস্যের চীনা দলটি দীর্ঘতম সময় ধরে সেবা দিয়েছে। এসময় দুর্গতদের চিকিত্সা-সেবা দেওয়ার পাশাপাশি, দলের সদস্যরা নেপালের ১০১৮ জন স্বাস্থ্যকর্মী ও চিকিত্সককে প্রশিক্ষণও দেয়। আজ (বৃহস্পতিবার) চীনা দলটি দেশে ফিরে আসবে। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040