Web bengali.cri.cn   
বিএনপি নেতা দুদু ও রিজভীর জামিন ও রিমান্ড আদালতে না-মঞ্জুর
  2015-05-28 17:28:23  cri
মে ২৮: ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন ও রিমান্ড না-মঞ্জুর করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ সংক্রান্ত এক আদেশে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন।

এর আগে দুদুর বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা পৃথক ছয় মামলায় ৬০ দিনের এবং রুহুল কবির রিজভীর পল্টনের দুই ও মতিঝিলের এক মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। দু'টি আবেদনই নাকচ করে দেয় আদালত।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে এবং রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আটক করে। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040