20150528filmmusic
|
তো বন্ধুরা, আপনারা প্রস্তুত তো ? তাহলে চলুন শোনা যাক আজকের গানগুলো।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো 'যে ভালোবাসার জন্য অপেক্ষা করা যায় না' শিরোনামের গান।
'যে ভালোবাসার জন্য অপেক্ষা করা যায় না' শিরোনামের গানটি হলো ডন টু আর্থ ম্যারেজ নামের টিভি সিরিয়ালের প্রধান গান।
ডন টু আর্থ ম্যারেজ টিভি সিরিয়ালটি দু'হাজার এগারো সালে মুক্তি পায়।
সিরিয়ালটিতে যুবক লিউ ই ইয়াং ও যুবতী থোং চিয়াছিয়ান নামের দুজনের বিয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে।
প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো এ সিরিয়ালের আরো একটি গান। গানের নাম 'আবারো শুরু করা যাক'
লিউ ই ইয়াং ও থো চিয়াছিয়ান প্রায় দশ বছর ধরে পরিচিত। এতদিন ধরে তারা প্রেম করছেন। থো চিয়াছিয়ান এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন এবং বড় হয়েছেন। কিন্তু লিউ ই ইয়াং সাধারণ এক শ্রমিক পরিবারে জন্মগ্রহণ করেন। ভিন্ন পরিবেশে বড় হওয়ায় দু'জনের মধ্যে অনেক পার্থক্য থাকে।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো 'ব্যথা নয়' শিরোনামের একটি গান।
দুজনের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও পরস্পরের প্রেম কোন অংশেই কম হয় না। অবশেষে একদিন লিউ ই ইয়াং থোং চিয়া ছিয়ানের কাছে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এ বিয়ের দৃঢ় বিরোধিতা করেন থোং চিয়া ছিয়ানের বাবা-মা।
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো "অভ্যাস' শিরোনামের একটি গান।
থোং চিয়াছিয়ানের অভিভাবক কেন এতো বিরোধিতা করেছেন? এর কারণ হলো, বিয়ের জন্য লিউ ই ইয়াং কোনো দামি গাড়ি ও ডায়মন্ড দিতে পারবে না, এমন কি দুজনের নামে একটি এপার্টমেন্টও নেই। লিউ ই ইয়াং তার বাবা-মা ও দাদির সঙ্গে থাকেন। বিয়ের পর থোংকে সে কি ধরণের জীবন দেবে ?
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো "তোমার নাম খুঁজি' শিরোনামের একটি গান।
বাবা-মা হিসেবে থোং চিয়াছিয়ানের বাবা-মার মনোভাব বুঝতে পারেন অনেকে, তাই না? তবু প্রেমে পড়া দুজন যুবক-যুবতী বাবা-মার বিরোধিতা উপেক্ষা করে অবশেষে ডায়মন্ড ছাড়া বিয়ে করেছেন। কিন্তু বিয়ের পর জীবন কি আগের মতো হবে?
প্রিয় শ্রোতা, এখন আপনি যে গানটি শুনছেন, সেটি হলো "ভোলা যায় না যে সাগর' শিরোনামের একটি গান।
বিয়ের পর দু'জনের জীবনে দৈনন্দিন বাজার, তেল ও খাবারসহ বিভিন্ন বাস্তবতায় ফিরে আসে। দু'টি পরিবেশে বড় হওয়া লিউ ই ইয়াং ও থোং চিয়া ছিয়ানের মধ্যেও সংঘাত বেড়ে যায়।
প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো "তাকে খুব মিস করি, আমাকে ক্ষমা করে দাও' শিরোনামের একটি গান।
সংঘাত বেড়ে যাওয়ায় লিউ ই ইয়াং ও থোং চিয়া ছিয়ান কি সিদ্ধান্ত নেবেন?
প্রিয় শ্রোতা, এ দু'জনের জীবনে শেষ পর্যন্ত কি হয়েছিলো ? জানতে চাইলে আপনি নিজে এ টিভি সিরিয়ালটি ডাউনলোড করে দেখতে পারেন।