Web bengali.cri.cn   
ব্রিকস জোটের নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত
  2015-05-27 18:40:44  cri

মে ২৭: গতকাল (মঙ্গলবার) মস্কোতে ব্রিকস জোটের নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি।

সম্মেলনে ইয়াং চিয়ে ছি বলেন বর্তমানে সন্ত্রাস ও অন্তর্দেশীয় অপরাধ ক্রমেই বাড়ছে। এমন অবস্থায় ব্রিকস জোটের সদস্য দেশগুলোকে সামরিক সহযোগিতা জোরদার করে সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে অংশগ্রহণকারী সদস্য দেশগুলোর প্রতি এক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বর্তমানে সন্ত্রাস, অন্তর্দেশীয় অপরাধ এবং আর্থিক সংকটের মুখোমুখি বিশ্ব। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতার মাধ্যমে এসব সংকট মোকাবিলা করা। ব্রিকস জোটকে অব্যাহত সমর্থন দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষায় আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

ইয়াং চিয়ে ছি বলেছেন, ব্রিকস জোটের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০তম এবং বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী। তাই বিভিন্ন দেশের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে অভিন্ন শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি বাস্তবায়ন করা, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতি রক্ষা করা। এভাবে পারস্পরিক কল্যাণকর একটি নতুন আন্তর্জাতিক সমাজ তৈরি হবে এবং অভিন্ন, সার্বিক ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠবে বলেও আশা করেন তিনি।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040