Web bengali.cri.cn   
সিঙ্গাপুরের গায়িকা ছেন চিয়ে ই'এর গান
  2015-05-27 14:49:13  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাই ভালো আছেন তো? আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। সাথে আছি আমি আপনাদের বন্ধু সুবর্ণা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সিঙ্গাপুর প্রবাসী চীনা গায়কা মিস ছেন চিয়ে ই'এর গাওয়া কয়েকটি গানের সাথে পরিচয় করিয়ে দেবো। ছেন চিয়ে ই'এর কণ্ঠ অত্যন্ত চমত্কার; গায়কিভঙ্গিও খুবই সুন্দর।

ছেন চিয়ে ই ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত নাটকে অভিনয় করেন এবং একজন সঙ্গীতশিল্পী।

১৯৯৩ সালে তিনি প্রথমবারের মতো সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে চীনের তাইওয়ান প্রদেশের চীনা ভাষার সঙ্গীত জগতে প্রবেশ করেন ছেন। ১৯৯৭ সালের মার্চ মাসে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত গায়ক জ্যাকি চাংয়ের সাথে পরিচয় হলে তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। ২০০০ সালে তিনি হংকংয়ের টিভিবি টেলিভিশনের টেলি সিরিজে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেন। ২০০৭ সালে তিনি সঙ্গীত জগতে থেকে অবসর নিয়ে সিঙ্গাপুরের জনসংযোগ কোম্পানিতে চাকরি শুরু করেন।

তবে ২০১১ সালে আবারো গায়িকা হিসেবে নতুন সঙ্গীত অ্যালবাম প্রকাশের মাধ্যমে এ জগতে ফিরে আসেন ছেন চিয়ে ই।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে প্রথমে আপনারা যে গানটি শুনবেন তার শিরোনাম 'ভাই-বোন'।

এই গানে বলা হয়েছে, 'তুমি আমার বেশ যত্ন নাও। তবু তোমাকে ভালোবাসতে পারি না। আমি আসলে অন্যের ভালোবাসা চাই। এভাবে তোমার সঙ্গে সহাবস্থান করা আমার জন্য লজ্জার। তোমার ভালোবাসা উপভোগ করি; তবে তোমাকে ভালোবাসতে পারি না। এ ভালোবাসা আমার কাছে ভাই-বোনের মতো। তোমাকে 'দুঃখিত' বলতে চাই। কিন্তু আমার সে সাহস নেই।'

সুপ্রিয় বন্ধুরা, পরের গানের নাম 'ভালোবাসা মনে থাকে'। এ গানটি লিখেছেন চীনের মূল ভূভাগের গায়ক কুও ফেং। দ্বৈতকন্ঠে এ গানটি গেয়েছেন কুও ফেং এবং ছেন চিয়ে ই।

এ গানে বলা হয়েছে, 'কেউ তোমার মতো আমার মন বুঝতে পারে না। আমি সবসময় তোমাকে মনের কথা বলতে চাই। তুমিই শুধু আমার মন স্পর্শ করতে পারো। ভালোবাসি বলেই মাঝে মাঝে তোমাকে আঘাত করি। ভালোবাসা থাকে মনের গহীনে। আমরা চিরদিনের মতো পরস্পরের সাথে থাকার প্রতিশ্রুতি দিলাম। বসন্তকালের বাতাস, শরত্কালের বৃষ্টির রূপান্তর হবে। কিন্তু আমাদের ভালোবাসা চিরদিনের মতো থাকবে।'

বন্ধুরা, পরের গানের নাম 'দুঃখের মন'। গানের নাম থেকে বোঝা যায় এ গানে প্রেম থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আসলেও তাই।

এই রোমান্টিক গানটিতে বলা হয়েছে, 'আমাদের কত দিন পরস্পরের সঙ্গে দেখা হয়নি। হঠাত তোমার খবর জানতে আগ্রহী আমি। আমার ভয় লাগে তবে আমাদের অতীতের গল্প স্মরণ করে আনন্দ পাই। মনের গভীরে ভালোবাসার ঢেউ অনুভব করি। ব্যস্ততা আমাদের কষ্ট দেয়। আমি কান্না জড়ানো কণ্ঠে হাসার চেষ্টা করি। আমি তোমার স্পর্শ মিস করি বারবার। যদিও আমরা অনেক ঝগড়া করেছি; তবে ভালোবাসা কখনোই ভুলে যেতে পারবো না। যদি আমি তোমায় ত্যাগ করি তাহলে বৃদ্ধকাল পর্যন্ত আমার মনে দুঃখ থেকে যাবে।'

বন্ধুরা, পরের গানের নাম 'রাত অনেক দীর্ঘ'। এই গানটি ছেন চিয়ে ই এবং হংকংয়ের গায়ক সু ইয়োং খাং একসাথে গেয়েছেন। দ্বৈতকন্ঠে গাওয়া এ গানটি ক্যানটনিস ভাষায় গাওয়া হয়েছে। এটিও একটি রোমান্টিক গান। চমত্কার সুর ও কথার দ্যোতনা মনে প্রশান্তি আনে। চলুন গানটি একসাথে শুনি আমরা।

বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'একগুঁয়ে'। এ গানে বলা হয়েছে, হাতের মুঠোয় ধরা বালি বাতাসের সাথে উড়ে যাবে। তবে আমার কানে তোমার বলে যাওয়া কথা সবুজ পাতার মত ছায়ায় পরিণত হবে। আবার মেঘাচ্ছন্ন দিন দেখি আমি। তুমি আমার জীবনে এক ছাতার মতো। রাস্তা দীর্ঘ হলেও ছাতা খুললে আকাশ নীল হবে। আমার স্মৃতি খুবই একগুঁয়ে। আমাকে সবসময় দেখা দেয়। তুমি আমার মনে থাকলে আমি একাই সাহস করে চলতে পারবো। আমার প্রেম খুবই একগুঁয়ে। যদিও এ কারণে ঝামেলায় পড়তে হয়। তবে কখনো কষ্ট লাগে না।'

প্রিয় শ্রোতা, পরের গানটি একটি ইংরেজী গান। মিস ছেন চিয়ে ই তাঁর মিষ্টি কন্ঠে এ গানটি গেয়েছেন। গানের নাম 'nothing compares to you'। এই গানটি অত্যন্ত বিখ্যাত। চলুন একসাথে গানটি শুনি আমরা।

শ্রোতাবন্ধুরা, এবার আপনারা যে গানটি শুনবেন তার নাম 'পরিতাপ'। এ গানের সুর আমার দারুণ ভালো লাগে। গানের কথায় বর্ণনা করা হয়েছে, অতীতে ভালোবাসায় আমরা কে ভুল করেছি তা মনে রেখো না। মনের বোঝা ঝেড়ে ফেলে দাও। অতীতের গল্প আর পরিবর্তন হবে না। তুমি সবসময় অতীতের গল্প মনে রাখো। কিন্তু তাতে কোনো লাভ নেই। তুমি মনে করো জীবন উপভোগ করার জন্য বারবার প্রেমে পড়তে হবে। কিন্তু দুঃখ অনুভব না করতে পারলে তুমি আন্তরিক প্রেমের শ্রেষ্ঠতা বুঝতে পারবে না।'

বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানও শেষ হয়ে যাবে। শেষ করার আগে আরেকটি গান প্রচার করবো। গানের নাম 'মনের দুঃখবোধ'। এই গানে মনের আবেগ, বোধ এবং রোমান্টিকতাকে প্রকাশ করা হয়েছে। উঠে এসেছে জীবনের সুখ-দুঃখের হিসেব। আশা করছি গানটি আপনাদের পছন্দ হবে।

বন্ধুরা, এই গানের মধ্য দিয়েই শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040