Web bengali.cri.cn   
নেপালের সামরিক পক্ষের কাছে দুই সেট ফিল্ড হাসপাতাল হস্তান্তর করেছে চীন
  2015-05-26 19:35:08  cri
মে ২৬: নেপালের সামরিক পক্ষের কাছে দুই সেট ফিল্ড হাসপাতাল হস্তান্তর করেছে চীন। গতকাল (সোমবার) এ উপলক্ষে কাঠমান্ডুতে অবস্থিত সামরিক হাসপাতালের তৃণভূমিতে এক আড়ম্বরপূর্ণ হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে দেশটির সেনাবাহিনী। এ সময় নেপালের কাছে ৫ কোটি ৯০ লাখ ইউয়ানের ফিল্ড হাসপাতাল সরঞ্জাম প্রদান করার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

নেপালের সেনাবাহিনীর স্টাফ প্রধান গাওরাভ শুমশার রানা বলেন,

এ দুটি ফিল্ড হাসপাতাল নেপালের সেনাবাহিনীর জন্য বিরাট সমর্থন। চীন বরাবরই নেপালের অতি ঘনিষ্ঠ বন্ধু, তা থেকে বোঝা যায়, নেপাল ও চীনের মৈত্রীর দৃঢ় ভিত্তি রয়েছে।

নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত উ ছুন থাই বলেন, এক মাস আগে নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে চীনা জনগণ নেপালের জনগণের দুঃখও অনুভব করতে পারে। এ সরঞ্জাম হস্তান্তর করার মাধ্যমে বোঝা যায়, চীন সরকার, জনগণ ও সেনাবাহিনী সবসময় নেপালকে সমর্থন করে থাকে।(সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040