Web bengali.cri.cn   
পালমিরায় শিশু ও নারীসহ ৪০০ লোককে হত্যা করেছে আইএস
  2015-05-25 16:06:13  cri
মে ২৫: সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় নারী ও শিশুসহ অন্তত ৪০০ লোককে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা গতকাল (রোববার) এ তথ্য জানায়।

খবরে বলা হয়েছে, বাশার আল আসাদ সরকারের কথিত সমর্থক হওয়ায় এবং আইএসের নির্দেশ মেনে নিত অস্বীকার করায় তাদের হত্যা করা হয়।

এদিকে, সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল নাদের আল-হালকি আইএসের এ ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় তিনি পাশ্চাত্যের বিরুদ্ধে গোপনে আইএসকে অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দেওয়ার অভিযোগও তোলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে আইএসকে সবধরনের সাহায্য-সহযোগিতা দেওয়া বন্ধ করা।

উল্লেখ্য, ৫০ হাজার জনসংখ্যার পালমিরা শহর গত বুধবার দখল করে নেয় আইএস। শহরটিতে প্রাচীন রোমান সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। ইরাকের কৌশলগত শহর রামাদি থেকে ইরাকি বাহিনীকে হটিয়ে দেওয়ার কয়েক দিনের মাথায় পালমিরা দখল করে নেয় জঙ্গিরা। (শুয়ে/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040