Web bengali.cri.cn   
ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক
  2015-05-25 10:51:59  cri

মে ২৫: ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল (রোববার) বৈঠক করেন চীনের সফররত উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ান তুং। এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে লিউ ইয়ান তুং বলেন, তার দেশ বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ভৌগোলিকভাবে বাংলাদেশের ভালো অবস্থান এবং এর উন্নত মানবসম্পদের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সামুদ্রিক রেশমপথের গুরুত্বপূর্ণ অংশ। তার দেশের 'এক অঞ্চল, এক পথ' এবং 'বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডোর' প্রস্তাবকে সমর্থন করায় তিনি বাংলাদেশের প্রশংসাও করেন। তিনি বলেন, এ প্রস্তাবগুলোর আওতায় তার দেশ বাংলাদেশের সাথে অবকাঠামো নির্মাণ, কৃষি ও চিকিত্সা ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।

লিউ ইয়ান তুং জানান, চীন-বাংলাদেশ কূনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, এ উপলক্ষ্যে তার দেশ বাংলাদেশের বিভিন্ন মহলের সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করতে চায়।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘকাল ধরে তার দেশকে সাহায্য ও সমর্থন দিয়ে যাওয়ায় চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সেতু, সুরঙ্গ ও শিল্পপার্ক নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে দু'দেশের সহযোগিতায় সুফল অর্জিত হয়েছে। চীনের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তার দেশ চীনের অভিজ্ঞতা থেকে শিখতে চায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, দু'পক্ষ রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে তার দেশ আশা করে। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040