Web bengali.cri.cn   
চীনা প্রধানমন্ত্রী ও পেরুর প্রেসিডেন্টের সাক্ষাত্; শিল্পখাত ও সাজ-সরঞ্জাম তৈরিতে ঐক্যমত্য
  2015-05-23 16:37:32  cri
মে ২৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও পেরুর প্রেসিডেন্ট ওলান্তা হুমালা তাসোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে দেশটির প্রেসিডেন্ট ভবনে দু'নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু'দেশের মধ্যে শিল্পখাত ও সাজ-সরঞ্জাম তৈরিতে সহযোগিতা এগিয়ে নিতে একমত হন তারা।

লি খ্য ছিয়াং প্রথমেই হুমালাকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা জানান। লি খ্য ছিয়াং বলেন, চীন সরকার চীন-পেরু সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। দু'দেশের ঐতিহ্যিক বন্ধুত্বের ভিত্তিতে সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক ইস্যুতে সমঝোতা জোরদারের মাধ্যমে অভিন্ন সমৃদ্ধির জন্য আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী লি।

লি খ্য ছিয়াং আরো বলেন, পরবর্তীতে দু'দেশ তেল, পরিচ্ছন্ন জ্বালানি, খনি, কৃষি ও বনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারবে। পেরুর চাহিদা ও পরিকল্পনা অনুযায়ী রেলপথ, বন্দর, বিদ্যুত্ ও টেলিযোগাযোগ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী চীন।

অন্যদিকে, পেরুর প্রেসিডেন্ট হুমালা লি খ্য ছিয়াংয়ের সফরে স্বাগত জানিয়ে বলেন, পেরু চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তাঁর দেশ চীনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করতে আগ্রহী। চীনা শিল্প প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগকেও স্বাগত জানায় পেরু।

এছাড়া দুই নেতা জ্বালানি, খনি, অবকাঠামো নির্মাণ, চিকিত্সা ও মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। দু'পক্ষ চীন-পেরু সরকারি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040