Web bengali.cri.cn   
'ভূতের শহর'
  2015-05-29 15:14:22  cri

আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আপনাদেরকে শোনাবো মার্কিন গায়ক Adam Lambert-এর গান 'ghost town' বা 'ভূতের শহর'।–3'28

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন কানাডার গায়িকা Avril Lavigne-এর গান 'Fly'।–3'06

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে Blue skies গানটি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত গায়িকা "Lenka"-এর একটি গান। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনবো, কেমন? –4'11

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই যে, আপনাদেরকে বিশ্ব সঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এটা আমাদের প্রত্যাশা।

এবার আমরা কানাডার গায়িকা Carly Rae Jepsen-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম'I Really Like You'—4'12

বন্ধুরা, কেমন লাগল গানটি? আশা করি নিশ্চয়ই ভাল, তাইনা? এবারে আমরা ব্রিটিশ গায়ক Shayne Ward–এর 'my heart would take you back' নামের গানটি শুনবো, কেমন?।–3'29

প্রিয় শ্রোতা, আপনারা হয়তো ব্রিটিশ সঙ্গীতদল Radiohead --এর নাম শুনে থাকবেন। তাঁর একটি খুবই বিখ্যাত গান রয়েছে। গানটির নাম হলো ok computer।–3'48 তাহলে এখন আমি আপনাদেরকে এ গানটি শোনাবো।

বন্ধুরা, এখন আপনারা শুনবেন ব্রিটিশ গায়িকা Clare Maguire –এর Don't Mess Me Around নামের গানটি।–3'30

আচ্ছা শ্রোতাবন্ধুরা, এখন আমি আপনাদের শোনাবো আয়ারল্যান্ডের গায়ক Andrew Hozier-Byrne-এর একটি গান। গানের নাম Someone New।–3'42

বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায় নেবার পালা। তবে তার আগে আজকের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে আইসল্যান্ডের গায়িকা bjork- এর 'lionsong' গানটি শোনাবো। আশা করি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–6'08

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040