Web bengali.cri.cn   
পাই ইয়ু ও তার গান
  2015-05-20 15:55:50  cri


শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপানাদের যে শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিতে চাই তিনি আসলে খুব বিখ্যাত শিল্পী নন। তার নাম পাই ইয়ু। হঠাত এক সুযোগে আমি তার একটি গান শুনেছি এবং তার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। ইন্টারনেটে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। কিন্তু তেমন কিছুই পাইনি।

বন্ধুরা, আজ আমি 'সুরের ধারায়' অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে 'পাই ইয়ু' নামের এই শিল্পীর পরিচয় করিয়ে দিতে চাই। চলুন, প্রথমে আমরা একসাথে উপভোগ করি পাই ইয়ু'র একটি গান। গানের নাম 'দ্রুতগামী সময়'।

বন্ধুরা, আগেই বলেছি ইন্টারনেটে পাই ইয়ু সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। এমনকি তার জন্মদিনও খুঁজে পাইনি আমি। তবে জানতে পেরেছি তিনি ছিলেন একটি ব্যান্ডের প্রধান গায়ক। ব্যান্ডের নাম খুব মজার-'সিয়াও মিন একজন রোবট'।

পাই ইয়ু গান করার পাশাপাশি একজন শ্রেষ্ঠ গিটারবাদকও। একটু লক্ষ্য করলেই তার সব গানে আপনারা গিটারের শব্দ শুনতে পাবেন।

২০০৬ সালে তিনি 'সিয়াও মিন একজন রোবট' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন এবং চীনের কয়েকটি শহরে সংগীতানুষ্ঠান করেন। এখন পর্যন্ত তিনি তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন।

'সিয়াও মিন একজন রোবট' ছাড়া তার অন্য দুটি অ্যালবামের নাম হলো 'আমার পৃথিবী' এবং 'আমি চলছি আশাভরা পথে'। বিশেষ করে তার দ্বিতীয় অ্যালবাম 'আমার পৃথিবী' আমার খুবই প্রিয়। আজকের অনুষ্ঠানে আমরা প্রধাণত এ অ্যালবামের গানগুলোই শুনবো।

বন্ধুরা, এখন শুনুন 'ছোট সাদা নৌকা' শিরোনামে একটি গান। এ গানে বলা হয়েছে, 'নীল কাশগঙ্গায় রয়েছে ছোট একটি সাদা নৌকা। নৌকায় একটি অস্মান্তুস গাছ রয়েছে। গাছটিতে একটি খরগোশ খেলা করছে।'

প্রিয় শ্রোতা, আপনারা হয়ত গানের কথাগুলো শুনে বুঝতে পারছেন, আসলে ছোট সাদা নৌকা বলা হয়েছে চাঁদকে। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, এখন শুনবেন 'Sonnet' নামে একটি গান। Sonnet হলো ইউরোপের এক ধরনের কবিতার ফর্ম। সাধারণত Sonnet-এ ১৪টি বাক্য থাকে। পেই ইয়ু'র এই গানের কথা ১৪টি লাইনে শেষ হয়েছে। হয়তো এ কারণে তিনি এ গানের নাম 'Sonnet' দিয়েছেন। শুনুন তাহলে গানটি। 

বন্ধুরা, পাই ইয়ু'র গানের রীতিকে আমরা চীনা লোকসংগীত বলে ডাকি। তার গানগুলোর প্রকাশ স্নেহশীল, কোমল ও ধীর। গানের মাধ্যমে শ্রোতার কাছে যেন তুলে ধরা হয় একেকটি জীবনের ছোট গল্প। রক ও পপ সংগীতের সাথে তুলনা করলে লোকসংগীতে তীব্রতা নেই। নেই দ্রুত ছন্দের চলাচল। এ গানগুলো নদীর পানির মতো আস্তে আস্তে আমাদের মনে প্রবাহিত হয়।

প্রিয় শ্রোতা, এখন আমরা শুনবো 'রাতে বাছাই করা সকালের ফুল' নামে একটি গান। 'রাতে বাছাই করা সকালের ফুল' আসলে চীনা বিখ্যাত লেখক লু সুনের একটি প্রবন্ধ সংগ্রহের নাম। 'রাতে বাছাই করা সকালের ফুল' বাক্যটির মাধ্যমে একজন প্রবীণের তরুণ কালের কথা স্মরণ করা হয়েছে। অবশ্য এ গানেও স্মৃতির পটে ভেসে ওঠা অনেক কথাই উপস্থাপন করা হয়েছে। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমে আমি বলেছিলাম, হঠাত করেই আমি পাই ইয়ু'র একটি গান শুনেছি। এই গানটির নাম 'ছিং হাই হ্রদ'। ছিং হাই হ্রদ চীনের খুবই সুন্দর একটি হ্রদ। ওখানে না গেলে এর সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। সুযোগ পেলে নিশ্চয় একবার এ হ্রদে ঘুরতে যাওয়া উচিত। এখন আমরা পাই ইয়ু'র গানের সুরে সুরে ওখানে বেড়াতে যাবো। চলুন তাহলে আমরা এ গানটি শুনি।

প্রিয় শ্রোতা, আসলে ছিং হাই হ্রদ ছাড়া, পাই ইয়ু'র আরেকটি গানও চীনা একটি সুন্দর দর্শনীয় স্থানকে নিয়ে লেখা। গানটির নাম 'পুরাতন শহর লি চিয়াং'। লি চিয়াং চীনের ইয়ুন নান প্রদেশের একটি শহর। এই শহরের ইতিহাস অনেক প্রাচীন। ৮০০ বছরের বেশি সময় আগের। শুনুন তাহলে গানটি

বন্ধুরা, এ পর্যন্ত যে গানগুলো আমরা শুনেছি তা পাই ইয়ু'র 'আমার পৃথিবী' অ্যালবামের গান। এখন আমরা শুনবো এ অ্যালবামের প্রধান গানটি। অ্যালবামের নামেই গানটির নামকরণ করা হয়েছে 'আমার পৃথিবী'। গানের কথাগুলো এমন, 'আমি জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি এবং লাফিয়ে বাইরে বেড়িয়ে যাই। আমি ঘর হতে বের হতেই সোনালী রোদ আমাকে জড়িয়ে ধরে। আমি আমার স্বপ্নগুলোকে আলিঙ্গণ করি এবং শীতল বাতাস গায়ে মেখে নৃত্য করতে শুরু করি।' শুনুন তাহলে শ্রুতিমধুর এ গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040