সুরের ধারা: চীনের বাঁশি-তি জি (৪)
0519
|
বন্ধুরা, ইতিহাস বলে, দশম শতাব্দিতে সুং রাজবংশে কবিতা আর ইউয়ান রাজবংশে সংগীতের উদ্ভবের সংগে সংগে বাঁশি কবিতা আবৃত্তি এবং গান করার জন্যে একটি প্রধাণ বাদ্যযন্ত্রে পরিণত হয়। এবার শুনুন আরেকটি সুর 'হাং চিয়ে'।
শ্রোতা বন্ধুরা, বাঁশির প্রকাশ-শক্তি অত্যন্ত সমৃদ্ধ। তা দিয়ে যেমন দীর্ঘ আর উচ্চ সুর বাজানো যায়, তেমনি প্রশান্ত সুরও বাজানো যায়। শুনুন বাঁশি দিয়ে বাজানো আরেকটি পুরানো সুর 'মেই হুয়া সান নং'।এবার শুনুন বাঁশি দিয়ে বাজানো 'হুয়ান ল্য ক্য' সুরটি। কেমন লাগলো সুরটি। সুরের মূচ্ছনায় প্রাণ জুড়িয়ে গেলো না?
প্রিয় শ্রোতা বন্ধুরা, সব শেষে শুনুন 'কু সু শিং' সুরটি। আশা করছি আপনাদের মন মুগ্ধতায় ভরে উঠবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক