0520edu
|
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'বিদ্যাবার্তা'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি সুবর্ণা ও এনামুল হক টুটুল।
বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে পিএইচডি গবেষক সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিনের সাক্ষাতকার।
সৈয়দ নাজিম উদ্দিন চীনের পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'টেকসই পানি সরবরাহ ও স্যানিটেশন' বিষয় নিয়ে পিএইচডি করছেন। তাঁর এ গবেষণায় অর্থায়ন করছে ফরাসি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা 'অ্যাকশন কন্ট্রে লা ফেইম ইন্টারন্যাশনাল'। তিনি ২০১২ সাল থেকে মঙ্গোলিয়াতে একটি গবেষণা প্রকল্পের আওতায় 'প্রজেক্ট ম্যানেজার' হিসেবে 'অ্যাকশন কন্ট্রে লা ফেইম মঙ্গোলিয়ার সাথে কাজ করছেন ।
তিনি জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে জল ও বর্জ্য ব্যবস্থাপনার উপর দুই বছরের সার্টিফিকেট কোর্স করেন। জাপান সরকারের বৃত্তি নিয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপর মাস্টার্স করেন তিনি। ২০১২ সালে তিনি নাগোয়া ইউনিভার্সিটি গ্লোবাল এনভায়রনমেন্ট লিডার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পানি সম্পদ উন্নয়ন এর উপর মাস্টার্স করেন। এসময় তিনি গবেষণা সহকারী হিসেবে আন্তর্জাতিক সংস্থার অনেক প্রকল্পে কাজ করেন।
ফিলিপিন্স এশিয়ান সোশ্যাল ইন্সটিটিউট থেকে তিনি কমিউনিটি ডেভেলপমেন্টের উপর আন্তর্জাতিক ডিপ্লোমা করেন । এসময় তিনি কাজ করেছেন বিভিন্ন দ্বীপের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও জীবিকা নিয়ে।
গবেষণা, কাজ, ট্রেনিং, আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি কাজের জন্য এ পর্যন্ত ২০ টিরও বেশি দেশে ভ্রমণ করেছেন তিনি। এ পর্যন্ত ৪০ টিরও বেশি বৈজ্ঞানিক জার্নাল-প্রবন্ধ, রিপোর্ট প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপর।
বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন গবেষণা প্রকল্পের সাথে যুক্ত ছিলেন এবং এখনও আছেন। এদের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড নিউজিল্যান্ড, মাস্সায় ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া কানাডা, হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ ইত্যাদি।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn এবং caoyanhua@cri.com.cn। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। (সুবর্ণা/টুটুল)