Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ--তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৪ মে চীন এসেছেন ভারতের প্রধানমন্ত্রী
  2015-05-15 19:49:06  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা,

পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা।

আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : তাহলে মান্না আপা আজ আমরা কি কি খবর নিয়ে আলোচনা করবো।

মান্না : আপনি বলুন কি কি আছে আজ।

প্রকাশ : প্রথম খবর : বৃটেনে ক্যামেরুনের নেতৃত্বে রক্ষণশীল পার্টি জয়ী হওয়ায় চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের নেতৃত্বে রক্ষণশীল পার্টি নির্বাচনে বিজয়ী হওয়ার চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গেলো বৃহস্পতিবার অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

বার্তায় লি খ্য ছিয়াং বলেন, সাম্প্রতিক সময়ে দু'দেশের সম্পর্ক ও কার্যকর সহযোগিতার বেশ অগ্রগতি হয়েছে। দু'দেশের মৈত্রী এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে যোগাযোগ ক্রমান্বয়ে উন্নত হচ্ছে। বিষয়টি যে শুধু এ দু'দেশ ও জনগণের মধ্যে সীমাবদ্ধ তা নয়, বরং তা সারা বিশ্বের জন্য অনুকূল।

তিনি আরো বলেন, চীন ব্রিটেনের সঙ্গে পারস্পরিক আস্থা জোরদারসহ সহযোগিতার ক্ষেত্রের উন্নয়ন করতে ইচ্ছুক। এর ফলে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের সাফল্য অর্জন করা যাবে।

বার্তায় লি খ্য ছিয়াং ক্যামেরুনের সঙ্গে নতুন দফা চীন-ব্রিটেন প্রধানমন্ত্রী বর্ষ বৈঠক করার প্রত্যাশ্যা করেন।

মান্না : হ্যা। বাংলাদেশেও ......।

প্রকাশ :.....................

দ্বিতীয় খবর :

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৭ মিনিটে অনুভূত এই ভূমিকম্পে একযোগে কেঁপে ওঠে নেপাল, বাংলাদেশ ও ভারত। নেপালের কোদারিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূ-পৃষ্ঠ থেকে ১৮.০৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

এ ঘটনায় ভারতের বিহারে ১০ জন নিহত হয়েছেন বলে জাতীয় গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশনের (এনআরডিএফ) দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বিহারের আনন্দ বাজারের দানাপুর এলাকায় একজনের ওপর দেয়াল ধসে পড়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রদেশের মহুয়া এলাকায় অপর এক মেয়ে শিশু নিহত হয়েছে বলেও জানা গেছে।

নিহত বাকি ৮ জন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে, ভূমিকম্পের পরপরই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর 'ত্রিভূবন' সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তৃতীয় খবর : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৪ মে চীন এসেছেন ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ১৪ মে চীন এসেছেন। চীন সফরকালে তিনি পেইচিং, সি আন এবং শাংহাই সফর করার কথা। ১৬ মে তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এর কাছে এ তথ্য জানান।

হুয়া ছুন ইং বলেন, ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর এটিই তাঁর প্রথম চীন সফর। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গত সেপ্টেম্বরে ভারত সফরের পর দু'দেশের শীর্ষনেতাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আদান-প্রদান হলো তাঁর এই সফর।

সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রীর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাং ত্য চিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

মুখপাত্র হুয়া ছুন ইং আরো জানান, চীন ও ভারত বিশ্বের দুটো বড় উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য দেশ দুটি একটি উপকারিতামূলক সমন্বিত উন্নয়নের পথ আবিষ্কার করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের উচ্চ পর্যায়ের নিয়মিত বিনিময় হচ্ছে, রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে উন্নত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে চীনা প্রেসিডেন্টের ভারত সফরে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়। এবার ভারতীয় প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও আদানপ্রদান আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040