Web bengali.cri.cn   
আষাঢ় শ্রাবণ মানে না তো মন
  2015-05-16 18:39:55  cri

সঙ্গীতানুষ্ঠান ২০১৫/০৫/২৩

'সুরের ধারা'

আকাশ/ মান্না

মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভেচ্ছা। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের অনুষ্ঠান 'সুরের ধারা' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আইরীন নিয়াজী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।

আকাশ : সুপ্রিয় বন্ধুরা, সুখ-দু:খ, হাসি-আনন্দ, বিরহ-মিলন ছাড়াও জীবনের হাজার রকম কর্মব্যস্ততার মাঝে আপনারা যাতে বিভিন্ন দেশের গানের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন সেজন্যই আমাদের এ সঙ্গীত আয়োজন।

বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারা' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো।

বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদের বাংলা ভাষায় রচিত এমন কিছু গান শোনাতে চাই যা কেবল একটি কালের নয়, তা সর্বকালের, সর্বসময়ের।

মান্না : সঙ্গীত মানুষের মনের খোরাক। একটি শ্রুতিমধুর সঙ্গীত মনকে প্রশমিত করে; শান্তি দেয়। সঙ্গীতের মাধ্যমে মনের ভাবকে প্রকাশ করা যায়। বস্তুনিষ্ঠ কথা এবং চমত্কার সুরের একটি সঙ্গীত শ্রোতার হৃদয় জয় করে বেঁচে থাকে যুগের পর যুগ। সেই সঙ্গে বেঁচে থাকেন সেই শিল্পী যে কণ্ঠ দিয়েছিলেন সেই সঙ্গীতে।

আকাশ : আচ্ছা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোন মতামত বা প্রস্তাব থাকলে দয়া করে আমাদের জানাবেন। আমরা আশা করছি এ সঙ্গীত অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে। আর আপনাদের ভালো লাগা মানেই আমাদের সফলতা; আমাদের আনন্দ।

মান্না : প্রিয় ভাই-বোনেরা, আজ শুরুতেই ভারতিয় শিল্পী সাধনা সারগামের কণ্ঠে একটি গান শুনবো আপনাদের। আর এ গানটির নাম 'যারে উড়ে যারে পাখি' (১০)। গানটির মূল গায়কা ভারতিয় সঙ্গীতের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। পরে এ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আপনারা জানেন কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর হিন্দী ভাষাভাষি হলেও বেশ কিছু বাংলা গানও তিনি গেয়েছেন। তার কণ্ঠ মাধুর্যে গানগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। সময়ের চাহিদার কারণে আজো তাঁর কণ্ঠে গাওয়া এ গানগুলো সমান জনপ্রিয়। এখন তাহলে সাধনা সারগামের কণ্ঠে লতা মঙ্গেশকরের এ গানটি শুনুন।

গান : যারে উড়ে যারে পাখি...।

আকাশ : এবারে আমরা সাধনা সারগামের কণ্ঠে আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'আষাঢ় শ্রাবণ মানে না তো মন' (১৩)। বন্ধুরা, এ গানটিরও মূল গায়কা শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের ব্যাপক জনপ্রিয় গানগুলোর মধ্যে এই গানটি অন্যতম।

গান : আষাঢ় শ্রাবণ মানে না তো মন...।

মান্না : বন্ধুরা, বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জির কথা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই। স্বনামেই তিন ব্যাপক পরিচিত। এখন আমরা মিতালী মুখার্জির কণ্ঠে কয়েকটি আধুনিক গান শুনবো। প্রথমেই যে গানটি শুনবো তার মূল গায়কা পশ্চিম বাংলার ৫০ ও ৬০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিমা বন্দোপাধ্যায়। পরে এ গানটি গেয়েছেন মিতালী। গানের কথা 'একটা গান লিখো আমার জন্য' (১০)।

গান : একটা গান লিখো আমার জন্য...।

আকাশ : বন্ধুরা, এবার আমরা মিতালী মুখার্জির কণ্ঠে আরেকটি গান শুনবো। গানটির নাম 'আমার দেহ' (১৯)।

গান : আমার দেহ...।

আকাশ : বন্ধুরা, কেমন লাগছে আজকের 'সুরের ধারা'র গানগুলো? আশা করি ভাল। আসলে আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এ আয়োজন। আপনাদের ভালো লাগলেই আমাদের এ শ্রম সার্থক হবে।

এখন আমরা শুনবো মিতালী মুখার্জির 'মন তো মানে না, প্রাণ তো মানে না' গানটি। (০৪) ।

গান : মন তো মানে না, প্রাণ তো মানে না...।

মান্না : বন্ধুরা, এবার আমরা মিতালী মুখার্জির 'চলে যাওয়া সেই দিন' গানটি শুনবো। (০৯)। বাংলাদেশের ম্যালোডিয়াস সঙ্গীতশিল্পী মিতালী মুখার্জি। ৮০ র দশকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান বাংলাদেশে। কোলকাতার শান্তিনিকেতন থেকে সঙ্গীত বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে ভারতের মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন মিতালী।

গান : চলে যাওয়া সেই দিন...।

আকাশ : বন্ধুরা, আমরা বরাবরের মতো আজও আপনাদের বলতে চাই আমাদের এ গানের অনুষ্ঠানে আমরা বিচিত্রতা আনার চেষ্টা করি সবসময়। এই অনুষ্ঠানে বাজানো গানগুলো পুরনো সময়ের। কিন্তু তা যেন সবসময়ই জীবন্ত এবং বর্তমান। এসব গান আমাদের মনে নতুন একধরনের অনুভূতি তৈরি করে বলেই আমাদের বিশ্বাস।

মান্না : এবার আমরা বর্তমান সময়ের কোলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী ভৌমিকের কণ্ঠে পর পর দু'টি গান শুনবো। প্রথমেই শুনবো 'আমার কিছু কথা' শিরোনামের গানটি। (০৩) ।

গান : আমার কিছু কথা...।

আকাশ : বন্ধুরা, এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। এই গানটি খুবই বিখ্যাত এবং ইতিহাস নির্ভর একটি গান। গানটির নাম 'যশোর রোড' (০৪)। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠান।

গান : যশোর রোড...।

মান্না : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা নিজের পছন্দের কোনো গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।

আকাশ : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের ঠিকানা : akashxienan@gmail.com এবং

enamulhoquetutul@yahoo.com. আমাদের ফোন নম্বর : ০০৮৬১০৬৮৮৯২৪২০।

বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040