Web bengali.cri.cn   
স্টেফানি সানের গাওয়া বেশ কিছু গানের পরিচয়
  2015-05-13 14:51:56  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়'। আমি আপনাদের বন্ধু সুবর্ণা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের সিঙ্গাপুর প্রবাসী চীনা গায়িকা সুন ইয়ানজি অর্থাত স্টেফানি সানের গাওয়া বেশ কিছু গানের পরিচয় করিয়ে দেবো।

স্টেফানি সান ১৯৭৮ সালের ২৩ জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি ওয়ার্নার সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকভাবে গায়িকা হিসেবে পরিণত হন। তিনি নিজের নামে প্রথম অ্যালবাম প্রকাশনা করেন। এ অ্যালবামের 'আকাশ এতো অন্ধকার' নামের গানটি চীনের তাইওয়ান প্রদেশের শ্রেষ্ঠ গানের পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার লাভ করে।

তারপর ২০০৩ সালে তিনি ব্যক্তিগত উদ্যোগে সংগীত কোম্পানি প্রতিষ্ঠা করেন।

২০০৫ সালের মে মাসে 'স্টেফানি' সংগীত অ্যালবামটি চীনের তাইওয়ান প্রদেশের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করে। ২০০৬ সালের এপ্রিল মাসে তাঁর নবম সংগীত অ্যালবাম 'চমত্কার দিন'এর জন্য তিনি চীনের হংকং ও তাইওয়ান অঞ্চলের শ্রেষ্ঠ ও জনপ্রিয় গায়িকার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালের আগস্ট মাসে তাঁর গাওয়া 'back lighting' গানটি 'এমটিভি এশিয়া পুরস্কার-২০০৮' লাভ করে।

বন্ধুরা, স্টেফানি সানের বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম। এখন তাঁর গাওয়া কয়েকটি গান শোনাবো আপনাদের।

প্রথমে যে গানটি শুনবেন তার শিরোনাম 'আমার ভালোবাসা'। এ গানে বলা হয়েছে, পাহাড়ের পথে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যাই/ তোমাকে ত্যাগ করবো কিনা; কিভাবে সে সিদ্ধান্ত নেবো/ বিদায়ী বছরে সৈকত এলাকায় সুন্দর খোলা আকাশের নিচে দাড়িয়ে নি:শ্বাস নিতাম/ মন পরিস্কার না হলে জীবন-যাপনের সুখ বুঝতে পারা যায় না/আমার ভালোবাসা সত্যি এখানে আছে/ত্যাগ করার পর বুঝতে পারি পরস্পরকে শুধু স্মরণ করেই সুখি হওয়া যায় না/সমুদ্রের ঢেউয়ের দিকে তাকিয়ে তোমাকে ফেরত পাবার পরিকল্পনা করি/তোমার হাঁটার ভঙ্গি, তোমার হাসির শব্দ..../বুঝতে পারি আমার প্রিয় মানুষ হারিয়ে গেছে...

গানের কথা ও সুর শুনে অবশ্যই বুঝতে পারছেন এক প্রেম হারানো প্রেমিকার মনের গল্প তুলে ধরা হয়েছে এ গানে।

বন্ধুরা, পরের গানের নাম 'রহস্যময়'। এ গানের সুরে মধ্যে দক্ষিণ এশিয়ার গানের বৈশিষ্ট্য রয়েছে। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন দাড়ায়, আকস্মিকভাবে চোখের সামনে আলো জ্বলে আমাদের অন্য এক পৃথিবীতে নিয়ে গেছে/মানুষের মাথায় লাল দীপ আর হেডস্কার্ফ দেখা যায়/হয়তো প্রত্যেকের বিশেষ সুগন্ধ আছে/পবিত্র গঙ্গা নদী আর অশথ গাছের পাতার মত/পুরনো গল্পে আমরা শাড়ি পড়ে সংস্কৃত সংগীত শুনি/আশ্চর্য্য রকম কথাগুলো শুনে আমিও নাচতে শুরু করি/

পরের গানের নাম 'সবুজ আলো'। এ গানে উত্তর মেরুর এক বিশেষ ধরনের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করা হয়েছে। গানের সুর হাল্কা। তার মাধ্যমে মানুষের জীবন-যাপনের প্রতি আশাবাদ প্রকাশ করা হয়েছে। চলুন একসাথে গানটি শুনি আমরা।

আচ্ছা, বন্ধুরা, স্টেফানির কণ্ঠে কয়েকটি গান শোনার পর কেমন লাগছে? ভালো লাগছে কিনা তাঁর কণ্ঠ?

বন্ধুরা, এরপর যে গানটি শুনবেন তার নাম 'হানি হানি'। ইংরেজী ভাষায় প্রিয়জনকে 'হানি' বলে ডাকা হয়। এ গানের মাধ্যমে প্রেমিকের প্রতি প্রেমিকার আন্তরিক ভালোবাসা প্রকাশ করা হয়েছে। গানে বলা হয়েছে, আমরা এক সুখি দিনের জন্য অপেক্ষা করি/ সেদিন চাকরির চিন্তা করি না/ ইচ্ছা মতো এক কাপ চা খাই বা একটি চিঠি লিখি বা কিছুই না করি/ব্যস্ত দিনেও হঠাত তোমাকে মিস করি/তুমি আমাকে কেয়ার করনি/তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে চাই/তবে সেটি শুধু কল্পনার বিষয়/হানি হানি, তোমাকে দুঃখিত মনে বলতে চাই,/আমি সবসময় কাজে ব্যস্ত থাকি/তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও?/যখন আমার তোমার সঙ্গ দরকার তখন আশা করি তুমি আমার সাথে থাকবে/তোমার সঙ্গে ছুটি কাটানোর জন্য আমি আগের মতো অপেক্ষা করে থাকি/আকাশ সব সময় নীল এবং মন সব সময় খুশি/কারণ আমি জানি তুমি আমার মনে আছো...।

শ্রোতাবন্ধুরা, পরের গানটির নাম 'আমার প্রয়োজন সুখ'। এ গানে বলা হয়েছে, প্রেমের জন্য ভালোবাসা দান করি/ জীবনের প্রয়োজনে ব্যস্ত থাকি/কিসের জন্য কষ্টের মুখোমুখি হই/আমি বিস্তারিতভাবে স্মরণ করি/আমার দু'চোখ দিয়ে স্বপ্নের পথ খুঁজে বের করি/জীবন শিল্পকর্ম তৈরির কাঁদামাটির মতো/আমার প্রয়োজনীয় সুখ স্পষ্টভাবে দেখা যায়/নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপে অবিচল থাকি/যদিও ফেরার পথে মাঝে মাঝে বিষন্ন লাগে/তবে জানি প্রয়োজনী সুখ অদূরে আমার জন্য অপেক্ষা করছে...।

পরের গানটি একটি ইংরেজী গান। গানের নাম 'হেই জুড'। গানটি beatles সংগীত দলের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় গানগুলোর অন্যতম। Paul McCartney জন লেননের ছেলে জুলিয়ানের জন্য এ গানটি রচনা করেন। তখন জন লেনন তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদের ছেলে জুলিয়ানের বয়স মাত্র ৫ বছর। জুলিয়ানকে ভবিষ্যতের জীবনযাপনে উত্সাহ দেয়ার জন্যই মূলত পল ম্যাককার্টনি এ গানটি রচনা করেন। চলুন একসাথে গানটি শুনি আমরা।

পরের গানের নাম 'এই মুহুর্তে'। এ গানের মাধ্যমে গায়িকা স্টেফানি মানুষের জীবন-যাপনের প্রতি যে আশাআকাঙ্খা প্রকাশ করেছেন তা অতুলনিয়। চলুন একসাথে গানটি শুনি।

বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হবে। এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'সরাসরি আসা-যাওয়া'। এটিও এক মজার গান। গানের মাধ্যমে রাস্তায় চলাচল করা মানুষের বিভিন্ন ভঙ্গির বর্ণনা করা হয়।

এ গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের সুরের ধারায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040