Web bengali.cri.cn   
অর্থনৈতিক সংবাদ ---২০১৫/৫/১১
  2015-05-11 15:16:17  cri

১. ভেনেজুয়েলায় আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে চীনের 'চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি' (সিআইটিআইসি)। সম্প্রতি কারাকাসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে, চীনা কোম্পানিটি ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় রাজ্য আরাগুয়ায় একটি সমন্বিত আবাসিক এলাকা গড়ে তুলবে। এ প্রসঙ্গে রাজ্যের গভর্নর তারেক আল আইসামি জানান, প্রস্তাবিত আবাসিক এলাকাটি দেশের অন্যান্য স্থানের জন্য মডেল হিসেবে ব্যবহার করা হবে। চুক্তির আওতায় চীনা কোম্পানিটি রাজ্যের 'হুগো শ্যাভেজ' শহরে অতিরিক্ত দু'হাজার আবাসিক ভবনও তৈরি করবে।

উল্লেখ্য, ২০০৪ সালের ডিসেম্বরে আবাসন শিল্প খাতে সহযোগিতা করতে চীন ও ভেনেজুয়েলা একটি চুক্তি স্বাক্ষর করে।

২.দু'দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু করতে ভারতেরসাথে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে বাংলাদেশেরমন্ত্রিসভা। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভারবৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদেরএ তথ্য জানান।

সচিব জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর চুক্তিটি এখন স্বাক্ষরের জন্যপ্রস্তুত। আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় চুক্তিটিস্বাক্ষরিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত একে অপরের সমুদ্রও নদীপথ ব্যবহার করতে পারবে এবং পণ্যবাহী জাহাজ চলাচলে দুই দেশ সমান সুযোগ-সুবিধা পাবে।

তিনি আরও জানান, চুক্তির মেয়াদ হবে ৫ বছর। মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেচুক্তি নবায়ন হবে। কেউ চুক্তি বাতিল করতে চাইলে ৬ মাস আগে নোটিস দিতে হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী জাহাজআসতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। এ চুক্তি স্বাক্ষরিত হলে ৪ থেকে ৬ দিনের মধ্যে যাওয়া-আসা সম্ভব হবে। যুদ্ধজাহাজ, জরিপকারী জাহাজ ও মাছ ধরার জাহাজ এ চুক্তির আওতায় আসবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

৩.বিদেশে বিনিয়োগেরজন্য অনুমতি চাইলেন বাংলাদেশের উদ্যোক্তারা। গত সোমবার রাজধানীর ডেইলিস্টার সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল বিজনেসফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের উদ্যোক্তাদেরকেও বিভিন্ন দেশে বিনিয়োগেরসুযোগ দেওয়া উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ফ্যাকাল্টি ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি তার প্রবন্ধে বলেন, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় আমাদের বিদেশে বিনিয়োগ করার প্রবণতা খুবই কম। অথচ অবৈধভাবে ঠিকই বিদেশে মূলধন যাচ্ছে। বিদেশে বিনিয়োগের অনুমতি না-থাকায় দেশের উদ্যোক্তারাঅন্য দেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান বিশ্বায়নের যুগে বিদেশে বিনিয়োগ করার সুযোগ দেওয়া প্রয়োজন।

অবশ্য অনুষ্ঠানে সাবেক সচিব ড. এ এফ মতিউর রহমান বলেন, বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়ার আগে এর যৌক্তিকতা সম্পর্কে ভেবে দেখতে হবে। যেখানে বাংলাদেশেই বিনিয়োগের চাহিদা রয়েছে সেখানে বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়া কতটা যুক্তিযুক্ত তাও ভেবে দেখা প্রয়োজন। বিনিয়োগ বোর্ডের সদস্য নভোশচন্দ্র মণ্ডল বলেন, বিদেশে বিনিয়োগের অনুমতি দেওয়ার এখনই সময় নয়। অন্তত ৮শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। অন্যথায় দেশের জিডিপি প্রবৃদ্ধি, রিজার্ভ এবং গোটা অর্থনীতিতে নেতিবাচকপ্রভাব পড়তে পারে।

৪. বাংলাদেশের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশের ২১ জেলার অতি দরিদ্র মানুষের আয় বাড়াতে ঋণের এ অর্থ কাজে লাগানো হবে। গত মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষেঅর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন কাইমস চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে দারিদ্র্য হার কমে আসার সাম্প্রতিক প্রবণতার প্রশংসা করেন ক্রিস্টিন কাইমস। তিনি বলেন, দারিদ্র্যহার উল্লেখযোগ্য হারে কমলেও, বাংলাদেশে এখনো অনেক মানুষ অতিদরিদ্র।

৫. চলতি২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৫৪৬ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে । এ সময়ে ৯৭ হাজার ২৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৭২৯ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ৯ মাসে ৩৮ হাজার৭০৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ভ্যাট আদায় হয়েছে ৩৫ হাজার ১১৫ কোটিটাকা এবং ৩২ হাজার ৩৩৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩০হাজার ১৭ কোটি টাকা।

অন্যদিকে, ২৫ হাজার ৫৪১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে শুল্ক আদায় হয়েছে ২৬হাজার ৯৭৭ কোটি টাকা। এ সময় শুল্ক, ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমেপ্রায় ১৭ শতাংশ, ১৪ শতাংশ ও ১৯ শতাংশ। এ ছাড়া, ভ্রমণকর থেকে এসেছে ৬২০ কোটিটাকা। ৩৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও, ভ্রমণ কর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

এদিকে, অর্থবছরের অবশিষ্ট তিন মাসে রাজস্ব ঘাটতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মূলত সাম্প্র্রতিক রাজনৈতিক সহিংতায় ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হওয়ায়, ভ্যাট ও আয়কর আদায় কমেগেছে। পরিস্থিতি আঁচ করে সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা প্রায় ১৫ হাজার কোটিটাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা করতে যাচ্ছে বলে জানা গেছে। অবশ্য অর্থমন্ত্রণালয় বা এনবিআর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

৬.বাংলাদেশে পহেলা বৈশাখের উত্সবকে কেন্দ্র করেগত এপ্রিলে মূল্যস্ফীতি আরেক দফা বাড়ে। এপ্রিলে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৬.৩২ শতাংশ। মার্চে এ হার ছিল ৬.২৭। গত বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকায় সাংবাদিকদের কাছে মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য তুলে ধরে।

তিনি জানান, মাছ, মাংস, শাক-সবজি, ফল ও দুধের দাম বাড়ার কারণেইখাদ্য উপখাতে মার্চের তুলনায় মূল্যস্ফীতি ০.১২ শতাংশ বেড়ে যায়।খাদ্য-বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি কমার বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় খাদ্য-বহির্ভূত উপখাতের মূল্যস্ফীতি কমেছে।

মন্ত্রী আরও জানান, ২০১৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এক বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ৬.৫৬ শতাংশ। আগের বছরের একই সময় পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৭.৪৮ শতাংশ।

৭.এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-র প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেছেন, এশিয়ার ১৪০ কোটি মানুষের মধ্যে প্রায় ৪০ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তিনি সম্প্রতি আজারবাইজানের বাকুতে আয়োজিত সংস্থার বোর্ড অব ডিরেক্টরদের সভায় এ তথ্য তুলে ধরে বলেন, এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেলে এডিবি আরও শক্তিশালী, উন্নত ও গতিশীল হবে।

৮. পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ বলেছেন, দু'দেশের জনগণের কল্যাণে তার দেশের সাথে প্রতিবেশী শ্রীলংকার অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়াতে হবে। তিনি সম্প্রতি ইসলামাবাদে শ্রীলংকায় নিযু্ক্ত পাকিস্তানের নয়া হাই কমিশনার মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শাকিল হুসেইনের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

৯.পাকিস্তানে তুলার উত্পাদন চলতি মৌসুমে ১১ শতাংশ বেড়েছে। এমৌসুমে উত্পাদিত হয়েছে ১৪.৮৭ মিলিয়ন বেল তুলা। এর আগের মৌসুমে উত্পাদিত হয়েছিল ১৩.৩৯ মিলিয়ন বেল।

এদিকে, চলতি মৌসুমে পাঞ্জাবেই উত্পাদিত হয়েছে ১০.৮৯ মিলিয়ন বেল তুলা, যা আগের মৌসুমের চেয়ে ১৩.১৪ শতাংশ বেশি। এ ছাড়া, এসময় সিন্ধে উত্পাদিত হয় ৩.৯৭ মিলিয়ন বেল, যা আগের মৌসুমের তুলনায় ৫.৭ শতাংশ বেশি।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই মূলত তুলা উত্পাদন বেড়েছে। অবশ্য পরবর্তী মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে উত্পাদন কমে আসতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

১০. ওয়াশিংটনভিত্তিক 'স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস্' বলেছে, ২০১৫ থেকে ২০১৭ সময়কালে পাকিস্তানের জিডিপিতে প্রকৃত গড় প্রবৃদ্ধি অর্জিত হবে ৪.৬ শতাংশ। সম্প্রতি সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কালে পাকিস্তান তার অর্থনীতি স্থিতিশীল করার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগিত অর্জন করেছে। পুঁজির প্রবাহ ও রেমিটেন্স বাড়ায় এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

১১. শ্রীলংকা একটি নয়া বিনিয়োগ নীতি প্রণয়ন করতে যাচ্ছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন দেশটির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান উপল জয়াসুরিয়া।

তিনি জানান, এ ব্যাপারে বিনিয়োগ বোর্ডকে পরামর্শ দিতে সমাজের বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেলও গঠন করা হয়েছে।

(তথ্যসূত্র: ইত্তেফাক, প্রথম আলো, সিনহুয়া, আনন্দবাজার পত্রিকা, ডনডটকম, কলম্বোপেইজ, বিডিনিউজ ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040