Web bengali.cri.cn   
মনকে শান্ত করার জন্য কয়েকটি শ্রতিমধুর গান
  2015-05-05 19:19:23  cri


;

প্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারা'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।

চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, আমি জানি, যতক্ষণ 'সুরের ধারা' অনুষ্ঠানে আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সাথেই থাকবেন।

বন্ধুরা, এখন আমরা সঙ্গীতের সাগরে ডুবে যাবো। চলুন, এই বসন্তে কিছু মিষ্টি প্রেমের গান শুনে হৃদয়কে উষ্ণ করি।

আজকের অনুষ্ঠানে আপনাদের মনকে শান্ত করার জন্য কয়েকটি শ্রতিমধুর গান শোনাবো। আশা করি গানগুলো আপনাদের ভালোই লাগবে।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠনের শুরুতেই শুনুন bad timing নামের একটি গান। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী lunic। হ্যাঁ, আপনাদের জীবনেও কখনো কখনো bad timing আসে। কখনো এমন বাজে সময় আসে যে, প্রিয় মানুষটির সঙ্গে পরিচয় হয় ঠিকই। কিন্তু তাকে ভালোবাসার কথা বলতে পারা যায় না। কিন্তু মনের ওই ভালোবাসা দিন দিন তীব্র হয়। হ্যাঁ, হয়তো তখন আপনার নিজের প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করার সামর্থ নেই। তবে যার জীবনে এমন সুন্দর অনুভূতি আছে; এমন স্মৃতি আছে সে কিন্তু ভাগ্যবান। তাই না? কারণ প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। বন্ধুরা, তাহলে এখন শুনুন রোমান্টিক এই গানটি।

প্রিয় শ্রোতা, কণ্ঠশিল্পী lunic'এর গাওয়া আরেকটি সুন্দর গান শোনাবো এখন। এই গানের নাম how could I tell you। হ্যাঁ, সত্যি তো! আমি কিভাবে তোমাকে বলতে পারি, আমি তোমাকে এতো ভালোবাসি! আমি কিভাবে তোমাকে জানাতে পারি তোমার জন্য আমি সব কিছুই করতে পারি! আহা! সব সময় তো আর প্রেমের কথা মুখফুটে বলা যায় না! বন্ধুরা, আমার মনে হয়, এই গান বিশ্বের সব প্রেমিক প্রেমিকাদের অবশ্যই শোনা দরকার।

প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি শ্রতিমধুর গান। গানের নাম four leaf clover।

প্রিয় বন্ধুরা, আমরা সবসময় বলি four leaf clover সৌভাগের প্রতীক। যদি আপনি এমন একটি পাতা পান, তাহলে আপনি কি শুভকামনা করবেন? নিজের জন্য না কি অন্য কোনো গুরুত্বপূর্ণ মানুষের জন্য প্রার্থণা করবেন? কিন্তু, একটি কথা ভুলে যাবেন না। জীবনের সব সুখের এবং আনন্দের মূহূর্তকে cherish করবেন। জীবনকে উপভোগ করবেন। জীবন কাটানো নয়; জীবন উপভোগ করাই জীবনের সফলতা। তাই না? এখন শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, এখন শুনুন I won't শিরোনামে একটি চমত্কার গান। এই গানটি থেকে অনেক কিছু শেখার আছে। জীবনে কে না আরো ভালো মানুষ হতে চায়। সকলেই নিজের জীবন আরো সুন্দর করে গড়ে তুলতে চায়। উজ্জ্বল ভবিষ্যত গড়তে চায়। তাই এই গানে বলা হয়েছে, আমি কোনো খারাপ কাজ করবো না। অন্যায়ের কাছে আত্নসমর্পণ করবো না। নিজেকে বিকিয়ে দেবো না। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর নিয়ম মেনে চলবো। তাহলেই নিজের স্বপ্ন বা ভবিষ্যতকে আরো সুন্দর করা যাবে। তাই নয় কি বন্ধুরা? আচ্ছা, এখন তাহলে গানটি শুনুন।

প্রিয় শ্রোতা, এখন আপনাদের একটি ভিন্নধর্মী গান শোনাবো। সবার কাছেই 'বাবা' খুবই উষ্ণ একটি শব্দ। ছোটবেলায় বাবাকে পাহাড়ের মত উচ্চু বলে মনে হয়। বটগাছের মত ছাঁয়া হয়ে বাবা তাঁর সন্তানের পাশে থাকেন। বাবা পাশে থাকলে সন্তনের সব ভয় চলে যায়। সন্তান বড় হওয়ার সাথে সাথে সময়ের গতিতে বাবার মাথার চুলও সাদা হয়ে যায়। আর ঠিক তখন সন্তান বাবার পাশে পাহাড় হয়ে দাড়ায়। তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকে এই সন্তান।

হ্যাঁ বন্ধুরা, বাবার প্রতি সন্তান হিসেবে আমাদের ভালোবাসা ও দায়িত্বের শেষ নেই। সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু এই বাবা-মা। তাহলে এখন একটি গানের মাধ্যমে আমরা বাবার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করবো। এই গানটির নাম father। আশা করছি গানটি আপনাদের ভালো লাগবে। আপনারা আবেগপ্রবণ হয়ে উঠবেন।

প্রিয় শ্রোতা, এখন শুনুন mrs cold নামের একটি গান। হ্যাঁ, যত সমস্যাই আসুক মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু ভালোবাসার সামনে কি করবেন? প্লিজ একবার পাগল হন। প্লিজ নিজের মাথাকে গরম করুন। কারণ তা হলো যৌবনের দাবী; তা হলো জীবনের প্রয়োজন। পাগল না হলে ভালোবাসায় সফল হওয়া যায় না। ভালোবাসা বা প্রেম সে তো অসীম; অনন্ত। প্রেম কোনো বাধা মানে না; কোনো নিষেধ শোনে না। প্রেমে পড়লে পাগল হতেই হবে। তাই তো কবি বলেছেন, 'ধন্য আমি ধন্য রে; পাগল তোমার জন্য রে'। প্রকৃত প্রেম আপনাকে পাগল করবেই।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন you won't let me শিরোনামের একটি গান। নাম শুনেই বুঝতে পারছেন এ গানটিও একটি ভালোবাসার গান। একজনকে ভালোবাসলে তাকে বিপদে ফেলা যায় না। তাকে কষ্টের মধ্যে রাখা যায় না। তার অকল্যাণের কথা ভেবে চিন্তা হয়। আর তাই তো তাকে বার বার নিষেধ করা হয় 'এটা করো না; ওটা কোরো না; আরো কত কি! কিন্তু ভালোবাসার মানুষটিকে আর কত নিষেধ করবেন আপনি? বন্ধুরা, তাহলে শুনুন গানটি।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শেষে আপনাদের শোনাবো একটি মিষ্টিমধুর গান। গানের নাম little flower। হ্যাঁ, এই অনুষ্ঠানের আমিও আপনাদের এই ছোট ফুলটি উপহার দিতে চাই। শুনুন তাহলে মিষ্টিমধুর সুরের এই little flower গানটি। আর এ গানের সাথে সাথেই শেষ হবে আমাদের আজকের সুরের ধারা অনুষ্ঠান।

আপনাদের আবারো কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ধন্যবাদ, আপনাদের দীর্ঘদিনের সমর্থনের জন্য। ভালো থাকবেন; কল্যাণে থাকবেন। আপনাদের প্রতিটি ভোর হোক আনন্দে ভরপুর। চাই চিয়েন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040