Web bengali.cri.cn   
সুরের ধারা: চীনের বাঁশি-তি জি (৩)
  2015-05-04 16:08:29  cri

সুপ্রিয় শ্রোতা, শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান 'সুরের ধারা'। আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের 'তি জি' অর্থাত বাঁশি দিয়ে বাজানো কয়েকটি সুর শোনাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

বন্ধুরা, চীনা ভাষায় বাঁশিকে বলা হয় তি জি। বাঁশির সুর বড় শ্রুতিমধুর। এ সুর হৃদয়কে ছুঁয়ে যায়। কি এক অদ্ভূত ভাবের জন্ম দেয় মনে-প্রাণে। বাঁশির সঙ্গে জড়িয়ে আছে চীনের গ্রামাঞ্চলের জীবন ও প্রকৃতি। আগেকার দিনে গ্রামাঞ্চলে পশুপালক শিশুরা বাঁশি দিয়ে গরু-ছাগলের ডাক দিত।

অনুষ্ঠানের শুরুতেই শুনুন 'সু উ মু ইয়াং' সুরটি। (রি ১)

বন্ধুরা, বাঁশি-তি জি, চীনের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বাদ্যযন্ত্রের মধ্যে অন্যতম। চীনে বাঁশি'র ইতিহাস প্রায় সাড়ে চার হাজার বছরের।

এবার শুনুন বাঁশি দিয়ে বাজানো পুরানো একটি সুর 'সান উ ছি'। (রি ২)

বন্ধুরা, এবার শুনুন আরেকটি সুর 'চিং তিয়াও'। (রি ৩)

শ্রোতা বন্ধুরা, শুনুন বাঁশি দিয়ে বাজানো আরেকটি পুরানো সুর 'তা পেই জৌ'। (রি ৪)

এবার শুনুন বাঁশি দিয়ে বাজানো 'কুয়া হোং তেং' সুরটি। (রি ৫) কেমন লাগলো সুরটি। সুরের মূচ্ছনায় প্রাণ জুড়িয়ে গেলো না?

এবার শুনুন বাঁশি দিয়ে বাজানো 'ছিউ হু ইউয়ে ইয়ে' সুরটি। (রি ৬)

প্রিয় শ্রোতা বন্ধুরা, সব শেষে শুনুন 'কান মা' সুরটি। আশা করছি আপনাদের মন মুগ্ধতায় ভরে উঠবে। (রি ৭)

সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়েন। (স্বর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040