Web bengali.cri.cn   
পাকিস্তানের পেশাওয়ারের সশস্ত্র বাহিনী পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের পেইচিংয়ের মহাকাশকেন্দ্র পরিদর্শন-১৪ ফেব্রুয়ারী
  2015-05-02 18:47:19  cri



সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

বন্ধুরা, গত ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের পেশাওয়ারের সশস্ত্র বাহিনী পরিচালিত স্কুলের একদল শিক্ষার্থী চীনের রাজধানী পেইচিংয়ে মহাকাশকেন্দ্র পরিদর্শন করে। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু তথ্য জানাবো।

প্রিয় শ্রোতা, আপনারা জানেন, গত ১৬ ডিসেম্বর পেশাওয়ারের একটি স্কুল সন্ত্রাসী হামলার শিকার হয়। হামলায় বহু শিশু-শিক্ষার্থী নিহত ও তারও বেশি আহত হয়। হামলার পর চীনের নেতৃবৃন্দ এর নিন্দা জানান এবং নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বার্তা পাঠান। শুধু তাই নয়, চীনের গণমুক্তি ফৌজ স্কুলের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানায়।

এই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই, স্কুলটির ২২ জন ছাত্রছাত্রী গত দোসরা ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চীন সফর করে। সফরে তারা রাজধানী পেইচিং ছাড়াও, কুয়াংচৌ, শেনচেন ও হংকং পরিদর্শন করে।

পেইচিংয়ে পাকিস্তানের ছাত্রছাত্রীরা পেইচিং মহাকাশচারী প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা নভোচারীদের পোশাক, ওজনহীন অবস্থায় মহাকাশে অবস্থানের জন্য প্রয়োজনী প্রশিক্ষণের যন্ত্রপাতি, ফ্লাইট সিমুলেশন প্রশিক্ষণ হলের সাথে পরিচিত হয় এবং বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখে। পরে তারা চীনা নভোচারী লিউ ওয়াং এবং লিউ ইয়াংয়ের সঙ্গে পরিচিত হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে নেয়।

পাকিস্তানের ছাত্রছাত্রীদের কয়েকটি কমন প্রশ্ন ছিল: মহাকাশ দেখতে কেমন? মহাকাশ থেকে পৃথিবী দেখতে কেমন? কিভাবে একজন নভোচারী হওয়া যাবে? লিউ ওয়াং ও লিউ ইয়াং প্রশ্নগুলোর জবাব দেন। লিউ ইয়াং বলেন, এখান থেকে নিজের ঘরের দরজায় লিখে রাখো: মহাকাশে যাবো। আশা করি, তোমাদেরও মহাকাশে যাওয়ার সুযোগ হবে। শিক্ষার্থীরা মাত্র ঘন্টাখানেক সময় ছিল মহাকাশকেন্দ্রে। এরই মধ্যে তাদের মধ্যে সৃষ্টি হয় মহাকাশে যাওয়ার স্বপ্ন।

মুহাম্মাদ নামের একজন ছাত্র বললো,

(রে ১)

'আমি আগে ওয়েবসাইটে মহাকাশের ছবি দেখেছি। বিশেষ করে নভোচারীদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানার আগ্রহ আমার বরাবরের। এখন আমি নিজের চোখে সামনাসামনি নভোচারী দেখলাম। আগে আমার স্বপ্ন ছিল হিসাবরক্ষক হওয়া। এখন আমি নভোচারী হতে চাই।'

১৪ বছর বয়সী ছাত্র মুনহিদ বললো,

(রে ২)

'নিজের চোখে সামনাসামনি মহাকাশযান দেখার স্বপ্ন ছিল আমার। আজ আমার সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমি ভবিষ্যতে ফলিত পদার্থবিদ্যা নিয়ে পড়তে চাই। তাতে আশা করি আমার নভোচারী হবার সুযোগ হবে। আমি মহাকাশে যেতে চাই।'

পাকিস্তানের ছাত্রছাত্রীরা মহাকাশকেন্দ্র ছাড়াও পেইচিংয়ে মহাপ্রাচীর ও পেইচিং অ্যাকোয়ারিয়াম পরিদর্শন করে।

শিক্ষার্থীদের দলনেতা নাভিদ বললেন,

(রে ৩)

'চীনে আসার প্রথম দিনেই আমি বুঝেছি, দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে বিরাট উন্নতি ঘটেছে। চীন হল আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আমরা চীনকে নিয়ে অনেক গর্বিত। আমি আশা করি, দু'দেশের মৈত্রী দীর্ঘস্থায়ী হবে।'

গান

বন্ধুরা, শুনছিলেন পাকিস্তানের পেশাওয়ারের সশস্ত্র বাহিনী পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের পেইচিংয়ের মহাকাশকেন্দ্র পরিদর্শন সম্পর্কিত একটি আলোচনা। এবার আপনাদের চিঠিপত্র নিয়ে বসবার পালা।

বাংলাদেশের ঢাকার শেখ জিয়াউর রহমান তার ই-মেলে লিখেছেন: 'মধুর লহ তুমি বসন্ত'। দুনিয়ার বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের বছরের বিশেষ এক বা একাধিক দিন বিশেষ গুরুত্ব বহন করে। খ্রিষ্টানদের বড়দিন, মুসলিমদের ঈদ, হিন্দুদের দুর্গাপুজা ইত্যাদি। চীনা জাতির কাছে বসন্ত উত্সব তেমনি গুরুত্বপূর্ণ। এ উত্সবে চীনাদের আনন্দ ফল্গুধারার মতো প্রবাহিত হয়। নতুন পোশাকে তখন চীনা মানুষগুলোকে আরো বেশি রঙিন মনে হয়। চারিদিকে বাজে গান, ছড়িয়ে পড়ে লণ্ঠনের আলো। মানুষের প্রাণের আকুতি ফুটে ওঠে তখন, এ আকুতি ভালো থাকার আর ভালো রাখার। চীনের বসন্ত উত্সব, তোমাকে স্বাগতম। সবাইকে বসন্ত উত্সবের শুভেচ্ছা।

বন্ধু শেখ জিয়াউর রহমান, সম্ভবত এই প্রথম আপনার চিঠি পেলাম। আশা করি নিয়মিত আমাদের লিখবেন। হ্যা, আপনি ঠিকই লিখেছেন। বসন্ত উত্সব চীনা মানুষের সবচে বড় উত্সব। আপনি বসন্ত উত্সবের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আর আমাদের পক্ষ থেকে বসন্ত উত্সবের বিশেষ উপহার হিসেবে আপনাদের জন্য থাকবে বিশেষ অনুষ্ঠান। আমঅ করি সবাই শুনবেন ও মতামত জানাবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040